Class 6 History Model Activity Task Part 4 | ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021


Class 6 History Model Activity Task Part 4 | ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021 | WBBSE

Class 6 History Model Activity Task Part 4 |  ষষ্ঠ শ্রেণি ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021


১. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে :


( ক ) এখনও পর্যন্ত সবচেয়ে পুরােনাে আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে- ( এশিয়াতে /পূর্ব আফ্রিকাতে / আমেরিকাতে ) ।

উত্তর : পূর্ব আফ্রিকাতে।

( খ ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন_ ( জাঁ ফ্রাঁসােয়া জারিজ / চার্লস ম্যাসন দয়ারাম সাহানি ) ।

উত্তর :জাঁ ফ্রাঁসােয়া জারিজ।

( গ ) হরপ্পা সভ্যতা যুগের সভ্যতা_ ( প্রাক - ইতিহাস / প্রায় - ইতিহাস / ঐতিহাসিক ) ।

উত্তর : প্রায় ইতিহাস

২ . ক - স্তম্ভের সাথে খ - স্তম্ভ মিলিয়ে লেখাে :
ক - স্তম্ভ খ - স্তম্ভ
বন্দর - নগর সিটাডেল
বৃহৎ স্নানাগার লোথাল
উঁচু এলাকা মহেনজোদাড়াে


উত্তর :
ক - স্তম্ভ খ - স্তম্ভ
বন্দর নগর লোথাল
বৃহৎ স্নানাগার মহেঞ্জোদারো
উচু এলাকা সিটাডেল


৩. একটি বা দুটি বাক্যে লেখাে :

( ক ) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হত ?

মেহেরগড় সভ্যতা মূলত কৃষিনির্ভর সভ্যতা। এই সভ্যতায় উৎপাদিত কৃষিপণ্য দুটি পর্যায়ে পাওয়া যায়। প্রথম পর্যায়ে গম ও জন জাতীয় শস্য এবং দ্বিতীয় পর্যায়ে কার্পাস চাষের নিদর্শন দেখা গেছে। মেহেরগড় সভ্যতা পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে।

( খ ) উপমহাদেশের পুরােনাে গুহা - বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখাে ।

আদিম মানুষেরা তাদের যাযাবর জীবনে নির্দিষ্ট কোন অঞ্চল উপরি হিসেবে গড়ে তুলত না তারা কিছু সময় কাটানোর জন্য প্রাকৃতিক গুহাগুলো বেছে নিত। ভারতীয় উপমহাদেশের পুরনো গুহা বসতির নিদর্শন পাওয়া গেছে পাকিস্তানের সাংঘা, কর্ণাটকের কুর্নুল, মধ্যপ্রদেশের ভীমবেটকা, বাগোর প্রভৃতি স্থানে।

৪. নিজের ভাষায় লেখাে ( ৩ - ৪ টি বাক্যে ) :

তুমি কি মনে করাে , আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন ?

যে কতগুলি যুগান্তরী পরিবর্তন ঘটেছে তার মধ্যে আগুনের আবিষ্কার ও ব্যবহার অন্যতম । প্রানিদের মধ্যে মানুষ একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে শিখে ছিল। তারপর থেকে আদিম মানুষের জীবনে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে থাকে, আগুনের আবিষ্কারের ফলে গুহাবাসী মানুষেরা শীতে উষ্ণতা পেয়েছিল ঠিক তেমনি আগুন তাদের রক্ষা করেছিল হিংস্র বন্য পশুর হাত থেকে ।আগে যেমন তারা কাঁচা মাংস খেত পরবর্তীকালে তারা খেতে থাকলো পোড়ানো মাংস ফলে শারীরিক গঠনের ক্ষেত্রেও পরিবর্তন দেখা গিয়েছিল।

Previous Post Next Post