Class 6 Geography Model Activity Task Part 4 2021 | ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021


Class 6 Geography Model Activity Task Part 4 2021 |  ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021 | WBBSE


Class 6 Geography Model Activity Task Part 4 2021 |  ষষ্ঠ শ্রেণি পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021


১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :

১.১ ঠিক জোড়াটি নির্বাচন কারাে ।

ক ) গ্রহ– নিজস্ব আলাে আছে
খ ) গ্রহাণু–গ্রহের তুলনায় আয়তনে বড়
গ ) উপগ্রহ–নক্ষত্রের আলােয় আলােকিত
ঘ) উল্কা–লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক

উত্তর : গ ) উপগ্রহ–নক্ষত্রের আলােয় আলােকিত


১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গােলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলাে-

ক ) মকরক্রান্তি রেখা
খ )কর্কটক্রান্তি রেখা
গ) মূলমধ্য রেখা
ঘ )কুমেরুবৃত্ত রেখা

উত্তর : খ )কর্কটক্রান্তি রেখা

১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলাে –

ক ) অরুণাচল প্রদেশ
খ ) মহারাষ্ট্র
গ ) হিমাচল প্রদেশ
ঘ ) পশ্চিমবঙ্গ

উত্তর: ঘ ) পশ্চিমবঙ্গ

২. বাক্যটি সত্য হলে ‘ ঠিক ' এবং অসত্য হলে ' ভুল ' লেখাে :

২.১ গােলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত । ঠিক


২.২. ০৭ ও ১৮০ ° দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা । ভুল


২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন । ঠিক


৩ , সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ তারার রঙের সঙ্গে উম্নতার সম্পর্ক লেখাে ।


তারার রং দেখে তারার রং দেখে তার উষ্ণতা বোঝা যায়। যেমন -

  • সবথেকে বেশি তারা উষ্ণতা যুক্ত তারার রং হয় একদম সাদা।
  • ছোটো লাল তারার উষ্ণতা সব থেকে কম হয়।
  • বিশাল নীল তারার উষ্ণতা প্রচন্ড।
  • মাঝারি হলুদ তারার উষ্ণতা একটু কম।

৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও ।
পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও



৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।

হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত আলোচনা করা হল।

হিমাদ্রী হিমালয় :

হিমাদ্রি হিমালয়ের উচ্চতা সবথেকে বেশি। এর উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। এই অংশটি সারাবছর বরফে ঢাকা থাকে। হিমালয় এর বিখ্যাত পর্বত শৃঙ্গ গুলি যেমন মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ,ধবলগিরি প্রভূতি এখানেই অবস্থিত।


হিমাচল হিমালয় :

হিমাদ্রি হিমালয়ের দক্ষিনে হিমাচল হিমালয়ের অবস্থান করেছে। এর উচ্চতা প্রায় 3000 মিটারের বেশি। হিমাচল হিমালয়ের প্রধান পর্বত শৃঙ্গ গুলি হল পিরপাঞ্জাল, ধাওলাধর, মুসৌরি প্রভৃতি।এখনকার প্রকৃতি অত্যন্ত সুন্দর তাই এখানে প্রতিবছরই পর্যটকদের ভিড় হয়।

শিবালিক হিমালয়:

হিমালয়ের দক্ষিণতম পর্বত শ্রেণী হলো শিবালিক, এর উচ্চতা প্রায় 1500 মিটারের বেশি। শিবালিক ও হিমাচল এর মাঝের উপত্যকা গুলিকে বলা হয় দুন।


Previous Post Next Post