Class 6 Health and Physical Education Model Activity Task Part 4 2021

 

Class 6 Health and Physical Education Model Activity Task Part 4 2021 | WBBSE |স্বাস্থ্য ও শারীরশিক্ষা:- ষষ্ঠ শ্রেণি | প্রথম অধ্যায় : দেশাত্মবােধ এবং দ্বিতীয় অধ্যায় : প্রাথমিক চিকিৎসা 

Class 6 Health and Physical Education Model Activity Task Part 4 2021



১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে ( ✓ ) চিহ্ন দাও ।

( ক ) ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রংটি নীচের দিকে থাকে ? ( ১ ) সাদা | ( ২ ) সবুজ ( ৩ ) গেরুয়া
( খ ) জাতীয় পতাকার সাদা রং কীসের প্রতীক ? ( ১ ) ত্যাগ ( ২ ) আনন্দ ( ৩ ) শান্তি ও পবিত্রতা
( গ ) প্রাথমিক চিকিৎসা করা হয় । ( ১ ) ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে ( ২ ) ডাক্তারের দেখার পর ( ৩ ) রােগ থেকে সেরে ওঠার পর
( ঘ ) কখন “ স্পিন্ট ব্যবহার করা হয় ? (১) রক্তপাত বন্ধ করতে ( ২ ) জ্বর কমাবার জন্য ( ৩ ) অস্থিভঙ্গের ক্ষেত্রে ।


২। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে:

( ক ) ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির মাঝ খানে নীল রঙের  24 টি কাঁটাবিশিষ্ট চক্র বসানাে থাকে ।

( খ ) জাতীয় শােকপ্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে ।

( গ ) আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালানাের ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

( ঘ ) বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার বাক্সে কিছু প্রয়ােজনীয় ওষুধ ও জীবাণু নাশক থাকা আবশ্যক ।


৩। সারণির মধ্যে সমতাবিধান করাে:
বামদিকের সঙ্গে ডানদিকের অংশ মেলাও
( ক ) অশোকচক্র (iii ) ( i ) ক্ষতস্থানে আংগুল দিয়ে চেপে ধরতে হবে
( খ ) ত্রিবর্ণরঞ্জিত ( iv) ( ii ) দ্রুত জ্ঞান ফেরাতে হবে
( গ ) সবুজ রং ( vi ) ( iii ) অবাধ অগ্রগতির প্রতীক
( ঘ ) অচৈতন্য ব্যক্তি (ii ) ( iv ) ভারতের জাতীয় পতাকা
( ঙ ) স্বল্প রক্তপাত হচ্ছে ( i ) ( v ) দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে ।
( চ ) প্রাথমিক চিকিৎসার পর (v)ে ( vi ) সুজলা - সুফলা সমৃদ্ধ ভূমি ও তারুণ্যের প্রতীক



৪। প্রকল্প:

( ক ) জাতীয় পতাকার আদর্শ ব্যবহারবিধির ছবিসহ একটি প্রতিবেদন তৈরি করাে ।


জাতীয় পতাকার আদর্শ ব্যবহারবিধি নিম্নে আলোচনা করা হল -

১.জাতীয় পতাকার স্থান অন্যান্য সকল পতাকার উপরে এবং ডান দিকে থাকবে।
২. প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা সর্বদা উড্ডীন থাকবে।
৩. কেবলমাত্র জাতীয় উৎসবের দিনে যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ,নেতাজির জন্মদিন দিবস ইত্যাদিতে জনসাধারণ কোন প্রতিষ্ঠান, সংঘ এবং বাড়িতে জাতীয় পতাকা উড়াতে পারবে।
৪. রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মৃতদেহ ছাড়া অপর কোনো ব্যক্তি বা বস্তুর আচ্ছাদন রূপে জাতীয় পতাকা ব্যবহার করা চলবে না ।
৫.রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মৃত্যুতে, জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে।
৬.শোভাযাত্রায় ব্যবহার করার সময় এই পতাকা সকলের পূর্বভাগে থাকবে এবং পতাকাবাহীর ডান কাঁধে থাকবে। পতাকা বহনের সময় পতাকা যেনো বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

>>>>চিত্রটি একে নিও।

( খ ) তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পােস্টার তৈরি করাে ।


তাপপ্রবাহজনিত অসুস্থতা থেকে বাঁচতে যে যে পদ্ধতিগুলো আমাদের অবলম্বন করতে হবে -

  • রোদে বের হলে ছাতা টুপি ব্যবহার করতে হবে।
  • পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে।
  • অসুস্থ লাগলে ORS বা সরবত পান করতে হবে।
  • গরমে সুতির হালকা পোশাক পরতে হবে।
  • এমন সময় খুব প্রয়োজন ছাড়া বাইরে না বেরণই ভালো।
  • লস্যি,ফলের রস খাওয়া অত্যান্ত উপকারী।
Previous Post Next Post