Class 9 History Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | রিসর্জিমেন্টো বলতে কি বোঝো | ঘেটো কি | কাকে কেনো মুক্তি দাতা জার বলা হয় |


Class 9 History Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | রিসর্জিমেন্টো বলতে কি বোঝো |  ঘেটো কি | কাকে কেনো মুক্তি দাতা জার বলা হয় 

Class 9 History Model Activity Task Part 4 | Banglar Shikkha | WBBSE | রিসর্জিমেন্টো বলতে কি বোঝো |  ঘেটো কি | কাকে কেনো মুক্তি দাতা জার বলা হয় |

১. ' ক' স্তম্ভের সাথে ' খ' স্তম্ভ মেলাও

ক স্তম্ভ খ স্তম্ভ
১ ইয়াং ইতালি খ. জোসেফ ম্যাৎসিনি
২ সেফটি ল্যাম্প ঘ. হামফ্রি ডেভি
৩ ইউটোপীয় সমাজতন্ত্র ক. সাঁ সিমো
৪ রক্ত ও লৌহ নীতি। গ. বিসমার্ক

২.সত্য বা মিথ্যা নির্ণয় করো।

২.১ ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৮৪৮ খ্রিস্টাব্দে । -- সত্য
২.২ শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসাবে পরিচিতি পায়। -- সত্য
২.৩ হিটলারের ভাষায় ইতালি ছিল - " একটি ভৌগলিক সংজ্ঞা মাত্র" । -- মিথ্যা
২.৪ এড্রিয়নোপলের সন্ধি সাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুর্কির মধ্যে। -- সত্য।

৩. দুটি বা তিনটি বাক্যে নীচের প্রশ্ন গুলির উত্তর দাও।


৩.১ রিসর্জিমেন্টো বলতে কি বোঝো?

উত্তর: কার্বোনারি সমিতির হাত ধরে ইতালি তে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয়, যাকে বলা হয় রিসর্জিমেন্টো বা পুনরুত্থান না নবজাগরণ। এই জাগরণের মধ্যে দিয়ে ইতালিবাসী তাদের অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও বীরগাথা সম্পর্কে বিশেষ অবগত হয়।

৩.২ ঘেটো কি?

উত্তর: ইউরোপে বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় ( যেমন ইহুদি) তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসাথে বসবাস করত। এই ঘেরা স্থান বা বসতিগুলোকেই বলা হয় ঘেটো। উল্লেখ্য ঘেটো কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহরকে কেন্দ্র করে ।

৪ . সাত বা আটটি বাক্যে উত্তর দাও।

কাকে কেনো মুক্তি দাতা জার বলা হয়?


উত্তর: জার দ্বিতীয় আলেকজান্ডার যুগ যুগ ধরে নিপীড়িত ভূমিদাসদের দাসত্ব বন্ধন থেকে মুক্ত দেওয়ার জন্য তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত।সিংহাসনে আরোহণের পর জার ২য় আলেকজান্ডারের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সংস্কার হলো ভূমিদাষ প্রথার উচ্ছেদ । রাশিয়ার ইতিহাসে এটা তার এক অক্ষয় কীর্তি। ভূমিদাষ প্রথার উচ্ছেদের জন্য জার ২য় আলেকজান্ডার কে মুক্তিদাতা জার বলা হয়।

a. ভূমিদাস প্রথার বিলোপের সিধান্ত গ্রহণ : জার সিংহাসনে আরোহণ করে অনুধাবন করলেন যে , রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে ১মাত্রও ভুমিদাস প্রথাই দায়ী । রাশিয়ার আইন অনুসারে ভূমিদাসগণ ছিল মালিকের ব্যাক্তিগত সম্পত্তি। মালিকেরা তাদের নিলামে বিক্রয় অথবা শারীরিক পীড়ন করলে রাষ্ট্র তাদের বাঁধা দিত। ভূমিদাসরা বংশানুক্রমে ভুমিদাসের কাজ করতো।

b. আলেকজান্ডার কর্তৃক ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র: ১৮৭১ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দারা জঘন্য দাসপ্রথার উচ্ছেদ সাধন করেন । এ ঘোষণা অনুযায়ী
  • ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পায়।
  • ভূমিদাসরা নাগরিক অধিকার লাভ করে।
  • জমিদারদের ভূমির একাংশ ভুমিদাসরা পায় ও কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পায়।
  • জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকারের কাছে থেকে পায়।
  • কৃষকরা ৪র্থ বছরের কিস্তিতে এ অর্থ সরকারকে পরিশোধ করবে।
Previous Post Next Post