Class 10 History Model Activity Task Part 6 | September Activity Task | WBBSE | গোগণেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন | ভারতমাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল



Class 10 History Model Activity Task Part 6 | September Activity Task | WBBSE | গোগণেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন | ভারতমাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল

Class 10 History Model Activity Task Part 6 | September Activity Task | WBBSE | গোগণেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন | ভারতমাতা চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো :

১. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও : ১×৪
ক স্তম্ভ খ স্তম্ভ
১.১. বঙ্গভাষা প্রকাশিকা সভা খ) ১৮৬৩ খ্রি
১.২. ভারত সভা ঘ) ১৮৭৬ খ্রি
১.৩. ভারতীয় জাতীয় কংগ্রেস গ) ১৮৮৫ খ্রি
১.৪. ইলবার্ট বিল ক) ১৮৮৩ খ্রি

২.সত্য বা মিথ্যা নির্ণয় করো। ১×৪

২.১. ১৮৫৭ এর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা 'ভারতের স্বাধীনতা যুদ্ধ' বলে ব্যাখ্যা করেন। সত্য

২.২. ওইপনিবেশিক ভারতের লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। সত্য

২.৩. ' বর্তমান ভারত ' গ্রন্থে স্বামী বিবেকান্দ শুদ্র জাগরণের কথা বলেছেন। সত্য

২.৪. ' আনন্দমঠ ' উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত। সত্য

৩. দুই বা তিনটি বাক্যে উত্তর দাও। ২×২

৩.১. ' গোরা ' উপন্যাসের মধ্য দিয়ে কোন দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায় ?

বাংলা উপন্যাসে ভারত চিন্তা ও জাতীয়তা বোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ' গোরা ' । এই উপন্যাসের মধ্য দিয়ে ব্যক্তির সঙ্গে সমাজের , সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে মানবসত্যের বিদ্বেষ ও দ্বন্দ্বের প্রতিফলন লক্ষ্য করা যায়।

৩.২. গোগণেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন ?

ব্যঙ্গচিত্রশিল্পী ও বঙ্গীয় ঘরানার একজন চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় হয়ে আছেন । ' প্রবাসী ' ও ' মডার্ন রিভিউ ' তে তাঁর আকা কার্টুন গুলি ছাপা হত।তাঁর ' বিরূপ বজ্র ' গ্রন্থে ১৯০৬ থেকে ১৯১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ঘটনার যেমন বাঙালি সমাজের ইংরেজ প্রীতি, বাঙালি চরিত্রের নানা দিক এবং ঔপনিবেশিক শাসনের বিভিন্ন দিক নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপের কার্টুন অংকিত হয়েছে।

৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও। ৪×১

' ভারতমাতা ' চিত্রটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল ?

অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ' ভারতমাতা ' ছবিটি শিক্ষিত ও প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
i) প্রেক্ষাপট : অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতের ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের সমানতরাল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলেন। এই উদ্দেশ্যে বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনের সময় হিন্দুদের ধন-সম্পদের দেবী লক্ষ্মীর অনুকরণে তিনি ভারতমাতা চিত্র টি অঙ্কন করেন।

ii) স্বদেশিয়ানা : অবনীন্দ্রনাথের চতুর্ভূজা ' ভারতমাতা ' র চার হাতে রয়েছে বেদ, ধানের শিষ, জপের মালা ও শ্বেতবস্ত্র। এগুলো মূলত ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক ।এগুলি দ্বারা শিল্পী স্বদেশী আন্দোলনের যুগে দেশবাসীর মধ্যে স্বাদেশিয়ানা ও জাতীয়তাবাদ জাগিয়ে তোলার চেষ্টা করেন।

iii) শান্তির প্রতীক : সশস্ত্র আন্দোলনের সুস্থ জাতীয়তাবাদের বিকাশে বাধার সৃষ্টি করে।অবনীন্দ্রনাথের' ভারতমাতা '- র হতে কোনো অস্ত্র নেই ।এর দ্বারা তিনি স্বদেশী ভাবনায় সশস্ত্র আন্দোলনকে দূরে রেখেছেন।

iv) জাতীয়তাবাদের চেতনা : ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে মিছিলের সামনে ' ভারতমাতা ' চিত্রটি রাখা হত। নবজাগ্রত ভারতীয় জাতীয়তাবাদ এবং বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনেই ছিল ' ভারতমাতা ' অঙ্কনের অনুপ্রেরণা।
Previous Post Next Post