Class 10 Life Science Model activity task part 6 | September Activity Task | WBBSE | অযৌন ও যৌন জননের পার্থক্য | মাইক্রপ্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা

 


Class 10 Life Science Model activity task part 6 | September Activity Task | WBBSE | অযৌন ও যৌন জননের পার্থক্য | মাইক্রপ্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্র সাহায্যে দেখাও



১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ লেখো : 1×3

১.১. নীচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো -
ক)ইস্ট - কোরকস্পম
খ) মস - রেনু উৎপাদন
গ)প্লাসমোডিয়াম - পুনরুৎপাদন
ঘ) অ্যমিবা - দ্বিবিভাজন
উত্তর : নীচের যে জোড়টি সঠিক নয় তা হল - গ)প্লাসমোডিয়াম - পুনরুৎপাদন

১.২. নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপ এর জন্য দায়ী তা চিহ্নিত করো -
ক) BBRR ও BbRr
খ) BBrr ও Bbrr
গ) BBRr ও BbRR
ঘ) bbRr ও বরাবর
উত্তর : খ) BBrr ও Bbrr - এই দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপ এর জন্য দায়ী।

১.৩. স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করে -
ক) 0%
খ) 25%
গ) 50%
ঘ) 100%
উত্তর : স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যাসন্তান জন্মানোর সম্ভাবনা ক) 0%


২.নীচের বাক্যগুলোর সত্য অথবা মিথ্যা নিরূপণ করো : 1×3

২.১. অযৌন জননে দুটি জনিতৃ জীবের প্রয়োজন হয়।
উত্তর : মিথ্যা
২.২. সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়।
উত্তর : মিথ্যা
২.৩.কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে।
উত্তর : সত্য

৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : 2×2

৩.১. নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো।
গ্যামেট উৎপাদন
মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা

বিষয় অযৌন জনন যৌন জনন
গ্যামেট উৎপাদন অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। যৌন জননের গ্যামেট উৎপাদন হয়। এই জননে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট সৃষ্টি হয়।
মাইটোসিস বা মিয়োসিসের ওপর নির্ভরতা এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিয়োসিস এবং জাইগোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে।

৩.২. মাইক্রপ্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্র সাহায্যে দেখাও।

উত্তর : প্রদত্ত রেখাচিত্র নিম্নরূপ:

উদ্ভিদের পাতা
কলা নমুনা
কর্ষণ মাধ্যমে কলা নমুনা
ক্যালাস গঠন
এমব্রীঅয়েড গঠন
প্লান্টলেট গঠন

৪.নীচের প্রশ্নটির উত্তর দাও :

৪.১. একটু বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ( yyrr ) সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।

একটু বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ( yyrr ) সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।

একটু বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের (YYRR) সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের ( yyrr ) সংকরায়নের ফলাফল F2 জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো।
Third Party Collecton


এই সংকরায়ন থেকে বংশগতির ' স্বাধীন সঞ্চারণ ' সূত্রটি পাওয়া যায়।

স্বাধীন সঞ্চারণ সূত্র :

কোন জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যেকোনো বিপরীত বৈশিষ্ট্য সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়।
Previous Post Next Post