Class 7 History Model Activity Task Part 6 | September Activity Task | wbbse | দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বােঝাে | দীন ই ইলাহি কী | শেরশাহের যেকোনাে দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখাে

Class 7 History Model Activity Task Part 6 | September Activity Task | wbbse | দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বােঝাে | দীন ই ইলাহি কী | শেরশাহের যেকোনাে দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখাে।

Class 7 History Model Activity Task Part 6 | September Activity Task | wbbse | দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বােঝাে | দীন ই ইলাহি কী | শেরশাহের যেকোনাে দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখাে

১. বেমানান শব্দ বা নামটি চিহ্নিত করাে :১x৩=৩

১.১ বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর
Ans- শেরশাহ
১.২ প্রতাপাদিত্য, কেদার রায়, ইশা খান, বৈরম খান
Ans-বৈরম খান
১.৩ জাবত, কানুনগাে, কারােরী, জিজিয়া
Ans-জিজিয়া

২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে : ১x৩=৩

২.১ ‘দাগ’ ও ‘হলিয়া’ ব্যবস্থা চালু রাখেন শেরশাহ।
Ans- সত্য
২.২ ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটির যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন।
Ans- সত্য
২.৩ মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল।
Ans- মিথ্যা

৩.সংক্ষেপে উত্তর দাও (৩০-৫০টি শব্দ)

৩.১ ‘দাক্ষিণাত্য ক্ষত’ বলতে কী বােঝাে ?

খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের সময়ে মারাঠাদের শক্তি অনেক বেড়ে গিয়েছিল। ঔরঙ্গজেব ভেবেছিলেন যে দক্ষিণী রাজ্যগুলিকে জয় করতে পারলে সেখানে থেকে অনেক বেশি রাজস্ব আদায় করা যাবে। তার সঙ্গে মারাঠাদের দমন করাও সহজ হবে। ঔরঙ্গজেবের আমলে মুঘলরা বিপুব ও গােলকোণ্ডা দখল করেছিল। মুঘল সাম্রাজ্যের আয়তন এত বডাে আগে কখনাে হয়নি। কিন্তু
বাদশাহ যা ভেবেছিলেন তা হলাে না। তার বদলে বহু রক্তক্ষয়ী যুদ্ধে মুঘলদেব অনেক আর্থিক ক্ষতি হল | দাক্ষিণাত্য যুদ্ধের এই ক্ষত আর সাবলাে না। মারাঠা নেতা শিবাজীকেও স্বাধীন বাজা বলে মেনে নিতে হলাে। পঁচিশ বছর ধরে যুদ্ধ কবে ঔরঙ্গজেব শেষে দাক্ষিণাত্যেই মারা গেলেন (১৭০৭ খ্রিঃ)।

৩.২ ‘দীন-ই ইলাহি’ কী ?

খ্রিস্টীয় ১৫৭০ - এর দশকে মুঘল সম্রাট আকবর
ফতেপুর , সিকরিতে নানান ধর্মের গুরুদের ডেকে ;নানা বিষয়ে আলােচনা করতেন। এই সব আলােচনার ভিত্তিতে তিনি দীন - ই- ইলাহি ' নামে এক নতুন মতাদর্শ চালু করেন। ফারসি শব্দ দীন - ই - ইলাহি' - ব অর্থ হলাে ঈশ্ববেব প্রতি বিশ্বাস , আবুল ফজল ও বাউনি , এই ধর্মমতকে তৌহিদ - ই - ইলাহি বা স্বর্গীয় একেশ্বরবাদ' বলে উল্লেখ করেছেন আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতাে কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিয়ে তার ওপর ভিত্তি কবে দীন - ই -ইলাহি তৈরি কবেন। তিনি নিজের সভাসদদের মধ্যে এর প্রচলন করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠান ও রীতিনীতির মধ্যে দিয়ে তারা বাদশাহের প্রতি সম্পূর্ণ অনুগত থাকার শপথ নিত। এই হলাে দীন - ই - ইলাহি'।

৪. নিজের ভাষায় লেখাে (১০০-১২০টি শব্দ) :

শেরশাহের যে-কোনাে দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখাে।

শেরশাহ কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম , জমিতে কৃষকের অধিকার , কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। যােগাযােগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শের শাহ সড়কপথের উন্নতি করেন। তিনি বাংলার সােনারগাঁ থেকে উত্তর -পশ্চিম সীমান্তে পেশােয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান বাস্তাটির নাম ছিল সডক - ই আজম। এই রাস্তাই পরবর্তীকালে এ্যান্ড ট্রাঙ্ক রােড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যােধপুর এবং চিতাের পর্যন্ত একটি সড়ক তৈরি হয়। লাহাের থেকে মুলতান পর্যন্ত আর একটি রাস্তা তৈরি হয়।পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সবাইখানা তৈরি করা হয়েছিল। শের শাহ ঘােড়ার মাধ্যমে ডাক - যােগাযােগ ব্যবস্থার উন্নতি করেছিলেন।
Previous Post Next Post