Class 8 History Model Activity Task Part 6 | September Activity Task | wbbse | অর্থনৈতিক জাতীয়তাবাদ কি | ইলবার্ট বিল কে নিয়ে কেন তর্কের সূচনা হয়েছিল | বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও
1. সঠিক তথ্য দিয়ে নিচের ছক টি পূরণ করো
প্রতিষ্ঠান | প্রতিষ্ঠাতা | সময়কাল |
---|---|---|
জমিদার সভা | রাজা রাধাকান্ত দেব ,দারক নাথ ঠাকুর | 1838 |
ভারত সভা | সুরেন্দ্রনাথ ব্যানার্জি | 1876 |
ইন্ডিয়ান লিগ | হেমন্ত কুমার ঘোষ | 1875 |
2. সত্য-মিথ্যা নির্ণয় করো
2.1. 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন
Ans- সত্য
2.2. 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয় হয়
Ans- সত্য
2.3. পাঞ্জাবের লালা লাজপত রায়ের নেতৃত্বে শিবাজী উৎসব চালু হয়
Ans- মিথ্যা
3. সংক্ষেপে উত্তর দাও
রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম হিসাবে হিংসার ব্যবহার আঠারোশ সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের লক্ষ্য করা গিয়েছিল ১৮৭৬ থেকে 77 খ্রিস্টাব্দের মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাদকে সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজন ছিল টাকা সেই টাকা জোগাড় করার জন্য ফাদকে তারা দলকে ডাকাতি করতে পাঠান । তবে শেষ অব্দি ফাদকে ধরা পড়েন ও তার সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর বিভিন্ন সমিতির মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানো হতো বাংলার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সমিতি প্রতিস্ঠিত হতে থাকে ।
3.1. অর্থনৈতিক জাতীয়তাবাদ কি ?
Ans- একটি বিষয়কে ঘিরে নরমপন্থী জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তা হলো ভারতের আর্থিক দুরবস্থা ব্রিটিশ শাসনের ভূমিকা নিয়ে নরমপন্থী নেতৃত্ব প্রকাশ্যে সমালোচনা করেছিলেন এই প্রক্রিয়াকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বলে ।3.2. ইলবার্ট বিল কে নিয়ে কেন তর্কের সূচনা হয়েছিল ?
Ans- কোন ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিলনা গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপিএল বিচারবিভাগীয় ক্ষেত্রে দূর করার চেষ্টা করেন তার প্রস্তাবে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয় এর প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয় বিচারকরা শর্তসাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায় এইজন্য ইলবার্ট বিল কে নিয়ে তর্কের সূচনা হয়েছিল ।3,3 বিশ শতকের প্রথম দিকে বাংলায় গড়ে ওঠা বিভিন্ন গুপ্ত সমিতির পরিচয় দাও।
Ans- স্বদেশী আন্দোলনের শেষদিকে বিপ্লবী আন্দোলনের ধারাটি বেশি করে দেখতে পাওয়া যায় এই ধারার একটি প্রধান ভিত্তি ছিল বিভিন্ন সমিতিগুলি আপাত ভাবে সমিতিগুলি শরীর চর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিতে তার মধ্যে মূলত ছাত্র ও যুব সমাজের কাছে স্বদেশী এদের ভাবধারা প্রচার করা হতো এই সময়ে বিভিন্ন সমিতি কে কেন্দ্র করে বিপ্লবী ব্রিটিশ প্রশাসনের মধ্যে সৃষ্টি করার ধারণা গড়ে ওঠে একদিকে জাতীয় কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অসারতা কষ্ট হচ্ছিল অন্যদিকে স্বদেশী আন্দোলনের ফলে বেড়ে চলছিল ঔপনিবেশিক দমন ১৯০৮খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন সামাজিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল সেই পরিস্থিতিতে বিপ্লবীদের অনেকেই উপনিবেশিক প্রশাসনকে সশস্ত্র করে ধাক্কা দিতে চেয়েছিলেন তার ফলে বিপ্লবী আন্দোলনের ধারাটি প্রবল হয়ে ওঠে ।রাজনৈতিক প্রতিবাদ ও প্রতিরোধের মাধ্যম হিসাবে হিংসার ব্যবহার আঠারোশ সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের লক্ষ্য করা গিয়েছিল ১৮৭৬ থেকে 77 খ্রিস্টাব্দের মহারাষ্ট্রে বাসুদেব বলবন্ত ফাদকে সাধারণ মানুষদের নিয়ে একটি সংগঠন তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের জন্য প্রয়োজন ছিল টাকা সেই টাকা জোগাড় করার জন্য ফাদকে তারা দলকে ডাকাতি করতে পাঠান । তবে শেষ অব্দি ফাদকে ধরা পড়েন ও তার সশস্ত্র বিদ্রোহের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এরপর বিভিন্ন সমিতির মাধ্যমে মহারাষ্ট্রে বিপ্লবী কার্যকলাপ চালানো হতো বাংলার প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে বিপ্লবী কার্যকলাপ সংগঠিত হতে শুরু করে। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকেই বিভিন্ন অঞ্চলে নতুন নতুন সমিতি প্রতিস্ঠিত হতে থাকে ।