Class 8 Environment and Geography Model Activity Task Part 5 | August Activity Task | WBBSE | উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন | পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখ

Class 8 Environment and Geography Model Activity Task Part 5 | August Activity Task | WBBSE | উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন | পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখ

Class 8 Environment and Geography Model Activity Task Part 5 | August Activity Task | WBBSE | উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন  | পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখ


১.বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :

১.১. কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো -
ক) দক্ষিণ-পূর্ব আয়নবায়ু
খ) উত্তর পূর্ব আয়ন বায়ু
গ) দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু
ঘ) উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু
উত্তর - খ) উত্তর পূর্ব আয়ন বায়ু

১.২.ঠিক জোড়াটি নির্বাচন করো ?
ক) বজ্রপাতসহ প্রবল বৃষ্টি--- সিরাস মেঘ
খ) জলীয় বাষ্পের জলকণার পরিণত হওয়া প্রক্রিয়া- বাষ্পীভবন
গ)বৃষ্টিচ্ছায় অঞ্চল ---পর্বতের প্রতিবাদ ঢাল
ঘ) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ-- ঘূর্ণবাতের চোখ
উত্তর - ঘ) ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ-- ঘূর্ণবাতের চোখ

১.৩.পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল -
ক) সুপিরিয়র
খ) মিশিগান
গ) ইরি
ঘ) হুরন
উত্তর : ক) সুপিরিয়র

২. শূন্যস্থান পূরণ করো !

২.১.উত্তর-পশ্চিম ভারতের প্রবাহিত স্থানীয় বায়ু হলো লু
২.২.কোন একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাত যুক্ত স্থান গুলিকে মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয় ।
২.৩.দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল আটকামা মরুভূমি।

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১.উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন ?

প্রেইরি সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে প্রেইরি তৃণভূমি । বরফ গলে যায় তৃণভূমির বিভিন্ন ক্ষেত্রে ক্লোভার, আলফা প্রভৃতি অর্থাৎ ঘাস ভুট্টা জন্মায় তাই এই তৃণভূমি পশুচারণ ক্ষেত্র হিসেবে বিখ্যাত । একদিকে পশুপালনের এরূপ সুন্দর অনুকূল পরিবেশ অন্যদিকে যেমন দুধ ও দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে উন্নত মানের হিমাগার গড়ে উঠেছে তাই প্রেইরি সমভূমি অঞ্চল দুগ্ধশিল্পে উন্নত ।

৩.১. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখ ?

পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম হলো আমাজন নদী অববাহিকা ।

পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার ভৌগোলিক বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো :

i) এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত তাই এখানে সারা বছর প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ।
ii) আমাজন অববাহিকার আয়তন ৭০,৫০,০০০ বর্গ কিমি এবং জল প্রবাহের পরিমাণ ২,০৯,০০০ ঘনমিটার প্রতি সেকেন্ডে ।
iii) আমাজন নদীর উপনদী গুলো বেশ দীর্ঘ আমাজন নদীর উপনদীর সংখ্যা 1 হাজার এর থেকেও বেশি ।

৪. 'বায়ুচাপ বলয় গুলির অবস্থান পরিবর্তন ২ গোলার্ধের ৩০ থেকে ৪০ ডিগ্রি অক্ষরেখায় মাঝখানের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে' - উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো ।


দুই গোলার্ধের ৩০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব লক্ষ্য করা যায়।

এ অঞ্চলগুলোতে গৃষ্ম কালে আয়ন বায়ু এবং শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা প্রবাহিত হয় । যেমন -

i. সূর্যের উত্তরায়ন এর সময় কর্কটীয় উচ্চচাপ বলয় উত্তর দিকে সরে যায় ফলে গৃষ্ম কালে স্থলভাগ থেকে আগত উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে বৃষ্টিপাত হয় না বললেই চলে ।

ii. আবার সূর্যের দক্ষিণায়ন এর সময় কর্কটীয় উচ্চচাপ বলয় দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয় এরই ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়।
Previous Post Next Post