Class 8 History Model Activity Task Part 5 | August Activity Task| WBBSE | সম্পদের বহির্গমন বলতে কী বোঝো | পন্ডিতা রমাবাই স্মরণীয় কেন
১) ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও:
ক স্তম্ভ | খ স্তম্ভ |
---|---|
১.১.আবওয়াব | ঘ) বেআইনি কর |
১.২. সাহুকার | ক) মহাজন |
১.৩. দাদন | খ) অগ্রিম অর্থ |
১.৪. রায়ত | গ) কৃষক |
২. সঠিক তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো :
বিদ্রোহ | যেকোনো একজন নেতার নাম | কারণ |
---|---|---|
নীল বিদ্রোহ | দিগম্বর বিশ্বাস | নীল চাষে বাধ্য করা ও নীলচাষীদের অত্যাচার। |
বারাসাত বিদ্রোহ | মীর নিসার আলী | ধর্মীয় সংস্কার এবং ব্রিটিশ ও জমিদারদের অত্যাচার। |
সাঁওতাল বিদ্রোহ | সিধু | ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি |
মুন্ডা বিদ্রোহ | বিরসা মুন্ডা | জমিদারদের অত্যাচার |
৩.প্রশ্নগুলির উত্তর দাও:
৩.১.পন্ডিতা রমাবাই স্মরণীয় কেন ?
পন্ডিতা রামাবাই ছিলেন ভারতে নারী ও সংস্কার ও নারীশিক্ষা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়েও সমাজের যাবতীয় সমালোচনাকে গুরুত্ব না দিয়ে বিয়ে করেছিলেন শূদ্রক পুরুষকে । ভারতীয় শাস্ত্র সম্পর্কে তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন ইংল্যান্ডে গিয়েছিলেন ডাক্তারি পড়তে । তাছাড়া তিনি বিধবা মহিলাদের জন্য তৈরি করেছিলেন একটা আশ্রমও ।৩.২. ইয়ং বেঙ্গললের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো ।
ইয়ং বেঙ্গললের দুটি সীমাবদ্ধতা নিম্নে দেওয়া হলো -i) ইয়ংবেঙ্গল গোষ্ঠী আন্দোলন শুধুমাত্র সমাজের উঁচু সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল সাধারণ মানুষের মধ্যেই আন্দোলন ছড়িয়ে পড়ে নি ।
ii)ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা নিজেদের অতিমাত্রায় প্রগতিবাদী মনে করতো ফলে তারা কালী ঠাকুরকে ম্যাডাম বলে ডাকত নিষিদ্ধ খাবার খেতো আর ধর্মের তীব্র সমালোচনা করত ! তাই সাধারন ভারতবাসীর মন তারা কখনও জয় করতে পারেনি ।