Class 8 Health and Physical Education Model Activity Task Part 5| August Activity Task | WBBSE | নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো | বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে
১. শূন্যস্থান পূরণ করো :
ক) W.H.O. এর পুরো নাম World Health Organization।
খ) বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে।
গ) স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরীরকে সুস্থ ও সুন্দর ও নীরোগ রাখা যায়।
ঘ) দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর ৬০ শতাংশই খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাব জনিত জলবাহিত রোগের চিকিৎসায় ।
ঙ) কোন কোন দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত ও তার উপর নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক।
2 সঠিক উত্তরটি নির্বাচন করো :ক) শিক্ষার্থীদের শরীরে আয়োডিন নামক খনিজ মৌলটির অভাব হলে কি কি উপসর্গ দেখা দেবে ?
i) চোখে ট্যারাভাব
ii)পড়াশোনায় পিছিয়ে পড়া
iii) ক্লান্তিভাব
iv) গলগন্ড
v) সব কয়টি
খ) কোন রোগটি আয়রন নামক খনিজ মৌলের অভাবজনিত রোগ ?
i)চর্মরোগ
ii)ডেঙ্গু
iii)ম্যালেরিয়া
iv)রক্তাল্পতা
v) রাতকানা
গ)কোনটি ভিন্ন ধরনের রোগ ?
i)ম্যালেরিয়া
ii)ফাইলেরিয়া
iii)টিটেনাস
iv)ডেঙ্গু
ঘ) যদি উত্তরটা হয় এডিস মশা, তাহলে প্রশ্নটা কি ছিল ?
i) কোন মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয় ?
ii) কোন মশা কামড়ালে চিকুনগুনিয়া রোগ হয় ?
iv)কোন মশা কামড়ালে ডেঙ্গু রোগ হয়
v) কোন মশা কামড়ালে ফাইলেরিয়া রোগ হয় ?
ঙ) কখন কখন হাত ধুতে হবে ?
i) খাবার আগে ও পরে
ii)শৌচাগার ব্যবহারের পরে
iii) রোগীর ঘরে যাওয়ার আগে ও পরে
iv) স্নান করার পরে
v) সবকটি ক্ষেত্রে
vi) i,ii ও iii নম্বর ক্ষেত্রে
৩.নিজের মত করে লেখো :ক) নির্মল গ্রামের বৈশিষ্ট্যগুলি তালিকাভুক্ত করো।
নির্মল গ্রাম এর বৈশিষ্ট্য হলো :i)গ্রামের সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
ii)জলের উৎস গুলিতে সিমেন্টের চাতাল ও জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে।
iii) গ্রামের প্রতিটি বাড়ি ,বিদ্যালয় ,অঙ্গনারী কেন্দ্র গুলিতে শৌচাগার থাকতে হবে এবং শৌচাগারগুলি ব্যবহার করতে হবে।
iv) খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ করতে হবে।
v) গ্রামের নলকূপ ও নদীর জল পরিষ্কার রাখতে হবে।
vi) ভাগাড় থাকবে জনবসতি থেকে অনেক দূরে ।
vii) গ্রামবাসীদের খাওয়ায় আগে ও পরে হাত ধোয়ার অভ্যাস থাকবে।
viii) গ্রামের নলকূপ ও নদীর জল পরিষ্কার রাখতে হবে।
ix) যত্র তত্র জলে জমতে দেওয়া যাবে না।
খ) বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে ?
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে সুরক্ষিত রাখতে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে -i) বিদ্যালয়ের পানীয় জলের উৎস কে নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে ।
ii) বিদ্যালয়ে বালক বালিকা দের জন্য আলাদা আলাদা সৌচাগারের ব্যাবস্থা এবং সেগুলো যেনো পরিচ্ছন্ন থাকে ।
iii) মিড ডে মিল এর জায়গাটি পরিষ্কার রাখতে হবে ।
iv) বিদ্যালয় সমস্ত কক্ষ আসবারপত্র এবং বিদ্যালয় প্রাঙ্গণ সর্বদা পরিস্কার রাখতে হবে ।
v) সাস্থ্য শিক্ষাদানের ব্যাবস্থা রাখতে হবে বিদ্যালয়ে ।
vi) নির্মল বিদ্যালয় অভিযানে ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে ।