Class 8 Environment and Science Model Activity Task Part 5 | August Activity Task | WBBSE | জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো | ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়
1. ঠিক উত্তরটি নির্বাচন করো:
1.1 সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে-
ক) পরিবহন পরিচলন পদ্ধতিতে
খ) পরিবহন ও বিকিরণ পদ্ধতিতে
গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে
ঘ) বিকিরণ পদ্ধতিতে
Ans- বিকিরণ পদ্ধতিতে
1.2 যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি হল
ক) সোডিয়াম ক্লোরাইড
খ) অ্যামোনিয়াম সালফেট
গ) গ্লুকোজ
ঘ) অ্যাসিটিক অ্যাসিড
Ans. গ্লুকোজ
1.3 ডিম পোনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হল
ক) সঞ্চয়ী পুকুরে
খ) পালন পুকুর
গ) আতুর পুকুর
ঘ) হ্যাচারি
Ans. আতুর পুকুর
2.সংক্ষিপ্ত উত্তর দাও:2.1 আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙ্গে ফেলে তার নাম লেখ ?
আলুর ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙ্গে ফেলে।2H2O2=2H2O+O2
2.2. বায়ুর মধ্য দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব কিসের জন্য?
Ans- বায়ুর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল ঘটা সম্ভব বেশি আদ্রতা যুক্ত জলীয়বাষ্প মিশ্রিত থাকলে।
2.3. মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো 'ডিপ লিটার'। লিটার কি ?
Ans- ছোট ছোট করে কাটাখড়, কাঠের গুঁড়ো , শুকনো পাতা, ধান, তুলো বীজ আর যবের তুষ, ভুট্টা, আমের খোসা ইত্যাদি দিয়ে ঘর মেঝেতে জীবের জন্য যে শয্যা তৈরি করা হয় একেই বলে লিটার।3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও।
3.1. উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?
Ans- উষ্ণতা বাড়লে অনুদের গতি শক্তি বাড়ে তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে।3.2 ইনফ্লুয়েঞ্জা রোগে কি কি লক্ষণ দেখা যায়?
Ans- এটি একটি ভয়ঙ্কর ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা রোগে যে যে লক্ষণ গুলো দেখা যায় সেগুলি হলো -ভয়াবহ জ্বর, ঘাম ,কাঁপুনি ,মাথায় যন্ত্রণা ,গাঁটে গাঁটে ব্যথা, অত্যাধিক দুর্বলতা ও বমি প্রভৃতি এ রোগের লক্ষণ।
4. তিনটি বাক্যে উত্তর দাও ।
4.1. তামার আপেক্ষিক তাপ 0.09 cal/g °C । 70 গ্রাম ভরের তোমার টুকরোর উষ্ণতা 20°C বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করো।
তামার আপেক্ষিক তাপ (S) = 0.09 cal/g °Cতামার ভর (m) = 70 গ্রাম
তামার টুকরোর উষ্ণতা (t) = 20°C বৃদ্ধি করলে,
তাপ ( Q ) = mst
= 70×0.09×20 ক্যালরি
= 70×9×20 / 100 ক্যালরি
= 126 ক্যালরি
4.2 জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো ?
Ans-
i) জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে।
ii) মাটিতে থাকা উপযোগী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে।
iii) জৈব সারের ব্যবহারের ফলে মাটির মধ্য দিয়ে বিভিন্ন গ্যাসের আদান-প্রদান ভালো হয় ।