Class 9 History Model Activity Task Part 5 | August Activity Task | wbbse | রিসজিমেন্ট কি | ঘেটো কাকে বলা হত | কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন

Class 9 History Model Activity Task Part 5 | August Activity Task | wbbse | রিসজিমেন্ট কি | ঘেটো কাকে বলা হত | কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন

Class 9 History Model Activity Task Part 5 | August Activity Task | wbbse | রিসজিমেন্ট কি | ঘেটো কাকে বলা হত | কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন

1. ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও:

ক স্তম্ভ খ স্তম্ভ
1.1 ইয়ং ইতালি b জোসেফ ম্যাৎসিনি
1.2 সেফটি ল্যাম্প d হামফ্রে ডেভি
1.3 ইউটোপীয় সমাজতন্ত্র a শা শিমো
1.4 রক্ত ও লৌহ নীতি c বিসমার্ক

2. সত্য বা মিথ্যা নির্ণয় করো

2.1 ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে
ans- সত্য

2.2 শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়
ans- সত্য

2.3 হিটলারের ভাষায় ইতালি ছিল একটি ভৌগলিক সংজ্ঞা মাত্র
ans- মিথ্যা

2.4 অ্যাড্রিয়ানোপলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও তুরস্কের মধ্যে
ans- সত্য

3. 2-3 টি বাক্যে উত্তর দাও

3.1. রিসজিমেন্ট কি ?

কার্বোনারী সমিতির হাত ধরে ইতালিতে এক জাতীয়তাবাদী জাগরণ তথা আন্দোলনের জন্ম হয় যাকে বলা হয় পুনরুত্থান বা নবজাগরণ এই জাগরণের মধ্য দিয়ে ইতালি বাসি তাদের অতীত ঐতিহ্য বীরগাথা সম্পর্কে অবগত হয় ।

3.2. ঘেটো কাকে বলা হত ?

ইউরোপের বিভিন্ন শহরের সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিরাপত্তার স্বার্থে শহরের একটি নির্দিষ্ট ঘেরা জায়গায় একসঙ্গে বসবাস করত এই স্থান গুলিকে বলা হতো ঘেটো উল্লেখ্য কথাটির উদ্ভব হয় ইতালির ভেনিস শহর কে কেন্দ্র করে ।

4. সাতটি বাক্যে উত্তর দাও ?

কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন ?

দ্বিতীয় আলেকজান্ডার কে মুক্তিদাতা জার বলা হয় ।

জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহন করে অনুভব করলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পিছনে একমাত্র ভূমিদাস প্রথায় দায়ী । এজন্য তিনি -

i.1861 খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি তিনি এক আদেশ জারি করে রাশিয়াতে যুগ যুগ ধরে চলে আসা ভূমি দাসদের দাসত্ব থেকে মুক্তি দিয়ে তাদের স্বাধীন বলে ঘোষণা করেন ।

ii. ভূমিদাস কারা স্বাধীন ভাবে জীবন যাপন করার সম্পত্তির অধিকার লাভ করেছিল ।
তাই ভূমি দাসদের কাছে তিনি মুক্তিদাতা জার নামে পরিচিত ছিলেন ।
Previous Post Next Post