Class 9 Life Science Model Activity Task Part 5 | August Activity Task| WBBSE | উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো

Class 9 Life Science Model Activity Task Part 5 | August Activity Task| WBBSE | উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো | সৌর শক্তির আবদ্ধ কারণ ও রূপান্তরে সালোকসংশ্লেষ এর ভূমিকা ব্যাখ্যা করো | উদ্ভিদের দেহে কোন নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয় ?রক্ত তঞ্চন কিভাবে ঘটে ব্যাখ্যা করো

Class 9 Life Science Model Activity Task Part 5 | August Activity Task| WBBSE | উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয়  ও  মিথোজীবীয়  পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো | সৌর শক্তির আবদ্ধ কারণ ও রূপান্তরে সালোকসংশ্লেষ এর ভূমিকা ব্যাখ্যা করো

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :

1.1 যে জোড়া টি সঠিক নয় সেটি নির্বাচন করো
a.ফটোফসফোরাইলেশন-- ATP সংশ্লেষ
b. গ্লাইকোলাইসিস-- পাইরুভেট সংশ্লেষ
c. ক্রেবস চক্র ---সাইট্রিক এসিড সংশ্লেষণ
d. অরনিথিন চক্র-- অ্যামোনিয়া সংশ্লেষ
Ans-d. অরনিথিন চক্র-- অ্যামোনিয়া সংশ্লেষ

1.2 সঠিক বক্তব্য টি নিরূপণ করো -
a. লোহিত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংসে সাহায্য করে
b. বেসোফিল হিস্টামিন শোষণ করে এলার্জি প্রতিরোধে সাহায্য করে
c. লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে
d. ইউসিনোফিল হেপারিন নিঃসরণ করে রক্তবাহী রক্ত তঞ্চনে সাহায্য করে
Ans- c. লিম্ফোসাইট অ্যান্টিবডি সংশ্লেষ করে রোগ প্রতিরোধে সাহায্য করে

1.3 প্রজাপতির রেচন অঙ্গ টি চিহ্নিত করো
a নেফ্রিডিয়া
b.ম্যালপিজিয়ান নালিকা
c.ফ্লেম কোষ
d. বৃক্ক
Ans- b.ম্যালপিজিয়ান নালিকা

2. A স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B স্তম্ভের দেওয়া শব্দের সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়াটি পুনরায় লেখ ।
A স্তম্ভ B স্তম্ভ
2.1. অ্যাথেরোস্ক্লেরোসিস গ) বিপাকীয় সমস্যা জনিত রোগ
2.2. পতঙ্গ ক) ট্রাকিয়া
2.3. পত্ররন্ধ্র খ) রক্ষীকোষ

3. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও

3.1 উদ্ভিদের ক্ষেত্রে পরজীবীয় ও মিথোজীবীয় পুষ্টির দুটি পার্থক্য উল্লেখ করো ।

পরজীবীয় পুষ্টি মিথোজীবীয় পুষ্টি
এই পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ অন্য উদ্ভিদ থেকে খাদ্য শোষণ করে পুষ্টি সাধন করে । পরজীবীওয় পুষ্টি সম্পন্ন জীব কে পরজীবী বলে ।যেমন স্বর্ণলতা।
এই পুষ্টি পদ্ধতিতে দুটি উদ্ভিদ একত্রে বসবাস করে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে। মিথোজীবীয় পুষ্টি সম্পন্ন জীব কে মিথোজীবী বলে। যেমন লাইকেন।

3.2. সৌর শক্তির আবদ্ধ কারণ ও রূপান্তরে সালোকসংশ্লেষ এর ভূমিকা ব্যাখ্যা করো ।

সূর্যের আলোক রশ্মি তে অসংখ্য অদৃশ্য শক্তিধর ফোটন কণা থাকে । সূর্যালোক সবুজ পাতায় আপতিত হলে ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে উত্তেজিত হয় এবং ক্লোরোফিলের হাইড্রোজেনের কক্ষপথ থেকে উচ্চশক্তিসম্পন্ন ইলেকট্রন নির্গত হয় ফলে কিছু শক্তি মুক্ত হয় । এই মুক্ত শক্তির প্রভাবে ADP, ATP অনুর সৃষ্টি হয় ফলে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এই ভাবেই সৌর শক্তির আবদ্ধ কারণ ও রূপান্তর ঘটে সালোকসংশ্লেষ এর প্রভাবে ।

4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।

4.1 উদ্ভিদের দেহে কোন নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না তাহলে উদ্ভিদ কিভাবে রেচন পদার্থ ত্যাগ করে বলে তোমার মনে হয় ?রক্ত তঞ্চন কিভাবে ঘটে ব্যাখ্যা করো ?

উদ্ভিদের দেহে কোন নির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না কিন্তু উদ্ভিদের সাধারণ বাকল মোচন ,পত্র মোচন ,ফল মোচন পদ্ধতিতে তাদের দেহ থেকে রেচন পদার্থ ত্যাগ করে ।

i)বাকল মোচন

কোন কোন উদ্ভিদ যেমন পেয়ারা অর্জুন তাদের দেহের ছাল ত্যাগের মাধ্যমে রেচন পদার্থ দেহ থেকে বিচ্ছিন্ন করে ।

ii)পত্র মোচন

চিরহরিৎ বৃক্ষ এবং পর্ণমোচী উদ্ভিদ পত্র মোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে ।

iii)ফল মোচন

লেবু তেতুল আপেল ইত্যাদি ফলের ত্বকে বিভিন্ন জৈব এসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে ওই সব উদ্ভিদ ফল মোচন এর মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে ।

রক্ত তঞ্চন পদ্ধতি :

i) ক্ষতস্থানে নির্গত রক্তের অনুচক্রিকা গুলো প্রথমে ভেঙ্গে গিয়ে থ্রমবোকাইনেজ নামক এনজাইম নিষ্কৃত করে ।

ii) থ্রমবোকাইনেজ ক্যালসিয়াম আয়ন এর সাহায্যে রক্তরসের প্রথমবিন নামক প্রোটিন কে সক্রিয় থ্রম্বিন এনজাইমের পরিণত করে ! এই প্রক্রিয়ার জন্য ভিটামিন k দরকার হয় ।

iii) এই থ্রম্বিন ক্যালসিয়াম আয়ন এর সাহায্যে রক্তরসে উপস্থিত ফাইব্রিনোজেন নামক প্রোটিন কে সরু সরু ফাইব্রিন তন্তু তে পরিণত করে ।

iv) ক্ষতস্থানে এই ফাইব্রিন তন্তু যা জালক এর আকারে বিন্যস্ত হয় এই জালে লোহিত কণিকা ও শ্বেত কণিকা গুলি আবদ্ধ হলে তন্তুজালটি নিশ্চিদ্র হয় অর্থাৎ রক্ততঞ্চন সম্পন্ন হয় । রক্ত তঞ্চন এর সময়কাল তিন থেকে পাঁচ মিনিট ।
Previous Post Next Post