Class 9 Life Science Model Activity Task Part 7 | নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো
১.১ নিচের যে ছড়াটি সঠিক তা হল
Ans - টিকটিকি -ফুসফুস
১.২ মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি ?
Ans -6 টি১.৩ পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি সনাক্তকর ?
Ans - পরিপাক সংক্রান্ত যে বক্তব্যটি সঠিক নয় সেটি হলো শুক্রেজ সুক্রোজকে গ্লুকোজ ও গ্যালাকটোজ এ পরিণত করে।২. প্রশ্নগুলির উত্তর দাও
২.১ ভাজক কলার একটি কাজ উল্লেখ করো।
Ans- ভাজক কলার একটি কাজ হল ভাজক কলার কোষ গুলি বিভাজনক্ষম কম হওয়ায় কারণে এটি উদ্ভিদের সার্বিক বৃদ্ধি ঘটায় এবং নতুন অঙ্গের সৃষ্টির সূচনা করে ।২.২ বিসদৃশ্ শব্দটি বেঁচে লেখ অ্যামাইলেজ, লাইপেজ ,মল্টেজ
Ans- লাইপেজ২.৩ নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে প্রথম জোড় টির সঙ্গে সম্পর্ক খুঁজে দ্বিতীয় জোড় টির শূন্যস্থানে বসাও ।
নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ- কুইনাইন
নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ - রজন
২.৪ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো।
সংগ্রাহী নালিকা, নেফ্রন, বৃক্কীয় নালিকা, ম্যালপিজিয়ান করপাসল
Ans--নেফ্রন
৩.2-3 টি বাক্যে উত্তর দাও
৩.১ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো ?
ধূমপানের ফলে তামাক জাতীয় পদার্থ থেকে নিকোটিন ধোয়ার মাধ্যমে মানুষের ফুসফুসে প্রবেশ করে এর ফলে ফুসফুস ধোঁয়ায় পূর্ণ হয়ে যায় ফলে বায়ুথলি গুলির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে তারপর ক্ষমতা হারায়।শ্বাসনালী ও ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে শ্বাসনালীর ক্ষরণ বেড়ে যায় ফলে ক্রমশ নালীতে প্রদাহ বা ব্রংকাইটিস হয় ।৩.২ সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম উপযুক্ত উদাহরণ সাহায্যে সত্যতা প্রমাণ করেন?
Ans - অ্যালকোহল উৎপাদন--- ইস্ট নামক এককোষী ছত্রাক মিশ্রিত উৎসেচক এর সাহায্যে গ্লুকোজ দ্রবণের কোহল সন্ধান ঘটিয়ে বাণিজ্যিকভাবে অ্যালকোহল উৎপাদন করা হয় ।দুগ্ধশিল্পে-সন্ধান প্রক্রিয়ায় ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই পনির প্রভৃতি দুগ্ধজাত সামগ্রী উৎপন্ন করা হয় ।
৩.৩ উপচিতি বিপাক অপচিতি বিপাক এর ঠিক বিপরীত ব্যাখ্যা করো।
Ans- উপচিতি বিপাক একটি গঠনমূলক বিক্রিয়া অপরপক্ষে অপচিতি বিপাক একটি ধ্বংসকারী বিক্রিয়া উপচিতি বিপাক এর ওজন বৃদ্ধি পায় আর অপচিতি বিপাকের শুষ্ক ওজন হ্রাস পায়উপচিতি বিপাক সাধারণত উপাদান থেকে জটিল উপাদানের সংশ্লেষ ঘটে অপচিতি বিপাকের বিভিন্ন উপাদান উৎপাদনে রূপান্তরিত হয় ।
৩.৪ জীবদেহে রেচনের গুরুত্ব উল্লেখ করো ।
Ans- জীবদের সুস্থতা রক্ষা --যেহেতু রেচন পদার্থ ক্ষতি করতে হয় দেহ থেকে রেচন পদার্থ অপসারিত হয়ে জীবদেহের সুস্থতা বজায় রাখে।দেহের অভিস্রবণ প্রক্রিয়া নিয়ন্ত্রণ- জীব দেহে অভিশ্রবণ অপরিহার্য প্রক্রিয়া। রক্তে মিশ্রিত হওয়ায় এই প্রক্রিয়াকে জিভ সদা কার্যকারী অবস্থায় রাখতে সক্ষম হয় ।
৪. প্রশ্নটির উত্তর দাও
৪.১ সালোকসংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় সিওটু স্থিতিরণ কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো রক্তের শ্রেণীবিভাগ এর তিনটি তাৎপর্য উল্লেখ করো ?
Ans - আলোক নিরপেক্ষ দশায় CO2 স্থিতিরণ - প্লাস্টিডের স্ট্রম্যায় থাকা প্রতিক্ষেত্রে 6টি কার্বনযুক্ত শর্করা যৌগ রাইবুলোজ বিশ ফসফেট গ্রাহক রূপে বায়ুমন্ডলের CO2 সাথে বিক্রিয়া করে প্রথমে 6 টি অস্থায়ী 6 টি কার্বন যুক্ত যৌগ গঠন করে তা তাৎক্ষণিকভাবে যুক্তি ভেঙ্গে গিয়ে 12 টি তিন কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক এসিড তৈরি করে ! রুবিস্কো উৎসেচক এর মাধ্যমে সম্পন্ন হয় ।রক্ত সঞ্চালন - কোন রোগীকে শল্য চিকিৎসার সময় রক্তদান বা রক্ত গ্রহণ করার প্রয়োজন হলে দাতা ও গ্রহীতা রক্তের শ্রেণী জানা অত্যন্ত প্রয়োজন তা না হলে বিপরীত এ্যাগলুটি নজেন এর প্রভাবে রক্তের এ্যাগলুটিনেশন ঘটে ।
ব্যক্তির সনাক্তকরণ - ফরেন্সিক সাইন্স এ রক্তের শ্রেণী নির্ণয় এর সাহায্যে অপরাধী ব্যক্তিকে শনাক্ত করা হয়।