Indian History MCQ in Bengali for Competitive Exams | ভারতের ইতিহাসের MCQ | History MCQ for WBCS | WBP | SSC | RAILWAY | KP

History MCQ for WBP Recruitment Exams ,History MCQ for Railway Recruitment Exams,History MCQ for SSC Recruitment Exams,History MCQ for KP Recruitment Exams

History for WBP Recruitment Exams ,History for Railway Recruitment Exams,History for SSC Recruitment Exams,History for KP Recruitment Exams

আমরা চাকরি পরীক্ষার জন্য ইতিহাসের সকল প্রকার বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা ভারতের ইতিহাসের কিছু MCQ টাইপ প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করবো | Indian History MCQ


1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

A. লর্ড মাউন্ট ব্যটেন
B. চক্রবর্তী রাজগোপালাচারি
C. জহরলাল নেহেরু
D. ড. রাজেন্দ্র প্রসাদ
উত্তর : B. চক্রবর্তী রাজগোপালাচারি

2. কে পাটলিপূত্র নগর স্থাপন করেছিল ?

A. আজাতশত্রু
B. বিম্বিসার
C. অশোক
D. উদয়িন
উত্তর :D. উদয়িন

3. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

A. বহলুল লোদী
B. সিকন্দর লোদী
C. ইব্রাহিম লোদী
D. কোনোটিই নয়
উত্তর : A. বহলুল লোদী

4. বানভট্ট কোন সম্রাটের রাজদরবারে ছিলেন ?

A. কণিষ্ক
B. কুমারগুপ্ত
C. হর্ষবর্ধন
D. কোনোটিই নয়
উত্তর :C. হর্ষবর্ধন

5. নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন ?

A. মহাপদ্মনন্দ
B. ধননন্দ
C. কালাশোক
D. কোনোটিই নয়
উত্তর : B. ধননন্দ

6. ত্রিপিটক কাদের পবিত্র গ্রন্থ ?

A. বৌদ্ধদের
B. হিন্দুদের
C. শিকদের
D. জৈনদের
উত্তর : A. বৌদ্ধদের

7. 1878 এ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেছিল ?

A. লর্ড মিন্ট
B. লর্ড লিটন
C. লর্ড কার্জন
D. লর্ড রিপন
উত্তর : D. লর্ড রিপন

8. ভুদান আন্দোলন কে শুরু করেছিল ?

A. মহাত্মা গান্ধী
B. রাম মনোহর লোহিয়া
C. বিনোবা ভাবে
D. জয়প্রকাশ নারায়ণ
উত্তর : C. বিনোবা ভাবে

9. ভারতের দাস বংশ কে প্রতিষ্ঠা করেন ?

A. ইলতুৎমিস
B. কুতুবুদ্দিন আইবক
C. অশ্বঘোষ
D. ইবন বতুতা
উত্তর : B. কুতুবুদ্দিন আইবক

10. স্বাধীনতা সংগ্রাম লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?

A.জহরলাল নেহেরু
B. জিপি কৃপালিনী
C. মহাত্মা গান্ধী
D. কেউ নন
উত্তর : B. জিপি কৃপালিনী

11. মুসলিম লীগ কবে মুক্তি দিবস পালনের ডাক দেয় ?

A. 1939
B. 1940
C. 1944
D. কোনোটিই নয়
উত্তর : A. 1939

12. লাখবখশ নামে পরিচিত ভারতীয় শাসক কে ছিলেন ?

A. আকবর
B. কুতুবুদ্দিন আইবক
C. বাবর
D. কেও নন
উত্তর : B. কুতুবুদ্দিন আইবক

13. নিম্নলিখিত দিল্লির প্রথম তুঘলক সুলতান কে ছিলেন ?

A. গিয়াসউদ্দিন তুঘলক
B. ফিরোজ শাহ তুঘলক
C. নাসির উদ্দিন মোহাম্মদ শাহ
D. কোনোটিই নয়
উত্তর : A. গিয়াসউদ্দিন তুঘলক

14. 1932 এ পুনা চুক্তির সাথে কাজ সরাসরি সম্বন্ধে ছিল ?

A. ভারতীয় কৃষক বর্গ
B. ভারতীয় মহিলা বর্গ
C. ভারতীয় শ্রমিক বর্গ
D. ভারতীয় দলিত বর্গ
উত্তর : D. ভারতীয় দলিত বর্গ

15. বিহার রাজ্যের সাসারাম সাহের কোন প্রাচীন সম্রাটের সমাধিস্থল আছে ?

A. শেরশাহ সুরি
B. কুতুবুদ্দিন আইবক
C. বাহাদুর শাহ
D. আলাউদ্দিন খিলজি
উত্তর : A. শেরশাহ সুরি


বিষয় : ভারতের ইতিহাস।
যেসব চাকরি পরীক্ষায় আসতে পারে : History for WBP Recruitment Exams ,History for Railway Recruitment Exams,History for SSC Recruitment Exams,History for KP Recruitment Exams | পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ পরীক্ষায় , রেলের নিয়োগ পরীক্ষায়, স্টাফ সিলেকশন কমিশন , কলকাতা পুলিশ নিয়োগ প্রভূতি।
Previous Post Next Post