প্রতিযোগিতা মূলক পরীক্ষার ইতিহাস প্রশ্ন উত্তর | Prelims History Question Answers for Competitive Exams | কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধ হয়েছিল | কত খ্রিস্টাব্দে কি ঘটেছিল |
1. কনিস্ক-এর শাসনকাল লেখো ।
উত্তর : 78 -101 খ্রিস্টাব্দ
2. ফা-হিয়েন এর ভারত আগমন লেখো ।
উত্তর : 401 - 405 খ্রিস্টাব্দে
3. শশাঙ্কের মৃত্যু ও ম্যাৎসানায় শুরু কত সালে ?
উত্তর : 637 খ্রিস্টাব্দে।দে
4. তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর : 1191 খ্রিস্টাব্দ।
5. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তর : 1192 খ্রিস্টাব্দ।
6. কুতুবউদ্দিন আইবকের দিল্লির সিংহাসনে আরোহন কত সালে ?
উত্তর : 1206 খ্রিস্টাব্দ।
7. কুতুবউদ্দিন আইবকের মৃত্যু কত সালে হয় ?
উত্তর : 1210 খ্রিস্টাব্দ।
8. কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির সিংহাসনে আরোহন হয় ?
উত্তর : 1296 খ্রিস্টাব্দ।
9. কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির মৃত্যু হয় ?
উত্তর : 1316 খ্রিস্টাব্দ।
10. মহম্মদ বিন-তুঘলকের সিংহাসনে আরোহন হয় ?
উত্তর : 1325 খ্রিস্টাব্দ।
11. কত খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1930-34 খ্রিস্টাব্দে।
12. কত খ্রিস্টাব্দে মহম্মদ বিন-তুঘলক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন ?
উত্তর : 1327 খ্রিস্টাব্দ।
13. গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1469 খ্রিস্টাব্দ।
14. ভাস্কো-দা-গামার প্রথম ভারত আক্রমণ কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1497-98 খ্রিস্টাব্দ।
15. পানিপথের প্রথম যুদ্ধ বাবরের সাথে ইব্রাহিম লোদীর কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : 1526 খ্রিস্টাব্দে।
16. মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : 1526 খ্রিস্টাব্দ।
17. খানুয়ার যুদ্ধে বাবর, রানা সঙ্গকে পরাজিত করেছিলেন কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1527 খ্রিস্টাব্দ।
18. বাবরের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : 1530 খ্রিস্টাব্দে।
19. হুমায়ূনের সিংহাসন আরোহন কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : 1530 খ্রিস্টাব্দ।
20. শেরশাহ সুরি হুমায়ূনকে পরাজিত করেন ও ভারতের সম্রাট হন কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1539 খ্রিস্টাব্দ।
21. হুমায়ুন আবার দিল্লির সিংহাসন লাভ করেন কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1555 খ্রিস্টাব্দ।
22. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : 1556 খ্রিস্টাব্দ।
23. হর্ষবর্ধনের রাজত্বকাল লেখো ।
উত্তর : 606-647 খ্রিস্টাব্দ।
24. হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ?
উত্তর : 1576 খ্রিষ্টাব্দে।
25. রানা প্রতাপ, আকবরের কাছে পরাজিত হন কত খ্রিস্টাব্দে ?
উত্তর : 1576 খ্রিস্টাব্দ।
26. আকবর কত খ্রিস্টাব্দে দীন-ই-ইলাহি প্রতিষ্ঠা করেন ?
উত্তর : 1582 খ্রিস্টাব্দ।
27. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ?
উত্তর : 1600 খ্রিস্টাব্দ।
28. কত খ্রিষ্টাব্দে আকবরের মৃত্যু হয় ?
উত্তর : 1605 খ্রিস্টাব্দে
29. কত খ্রিস্টাব্দে জাহাঙ্গীর সিংহাসন লাভ করেন ?
উত্তর : 1605 খ্রিস্টাব্দ।
30. কত খ্রিস্টাব্দে শাহজাহান ভারত সম্রাট হন ?
উত্তর : 1628 খ্রিস্টাব্দ।
31. কত খ্রিষ্টাব্দে শাহজাহানের মৃত্যু হয় ?
উত্তর : 1666 খ্রিস্টাব্দ।
32. পলাশীর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উত্তর : 1757 খ্রিস্টাব্দে।
33. কত খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভের সাথে ভারতে ব্রিটিশ রাজনৈতিক শাসনের প্রতিষ্ঠা হয় ?
উত্তর : 1757 খ্রিস্টাব্দ।
34. কত খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল ?
উত্তর : 1761 খ্রিস্টাব্দ।
35. কত খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল ?
উত্তর : 1764 খ্রিস্টাব্দ।
36. কত খ্রিষ্টাব্দে ক্লাইভ ভারতীয় কোম্পানির গভর্নর হন ?
উত্তর : 1765 খ্রিস্টাব্দ।
37. কত খ্রিস্টাব্দে প্রথম মহিশূরের যুদ্ধ হয়েছিল ?
উত্তর : 1767-69 খ্রিস্টাব্দ।
38. কত খ্রিস্টাব্দে দ্বিতীয় মহিশুরের যুদ্ধ হয়েছিল ?
উত্তর : 1780 খ্রিস্টাব্দ।
39. কত খ্রিস্টাব্দে তৃতীয় মহিশূরের যুদ্ধ হয়েছিল ?
উত্তর : 1790 -92 খ্রিস্টাব্দ।
40. কত খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় ?
উত্তর : 1793 খ্রিস্টাব্দ।
40. কত খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় ?
উত্তর : 1793 খ্রিস্টাব্দ।
41. কত খ্রিস্টাব্দে চতুর্থ মহিশুরের যুদ্ধ হয়েছিল ?
উত্তর : 1799 খ্রিস্টাব্দে ।
42. কত খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল ?
উত্তর : 1799 খ্রিস্টাব্দ।
43. কত খ্রিস্টাব্দে সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1763 - 1800 খ্রিস্টাব্দে।
44. কত খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1768 - 1799 খ্রিস্টাব্দে।
45. কত খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলন হয়েছিল ?
উত্তর : 1820 - 1860 খ্রিস্টাব্দে।
46. কত খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1831 - 1833 খ্রিস্টাব্দে।
47. কত খ্রিস্টাব্দে কুকা বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1840 খ্রিস্টাব্দে।
48. কত খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ?
উত্তর : 1855 - 1856 খ্রিস্টাব্দে।
49. কত খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি হয়েছিল ?
উত্তর : 1802 খ্রিস্টাব্দে।
50. কত খ্রিস্টাব্দে অমৃত্সর চুক্তি হয়েছিল ?
উত্তর : 1809 খ্রিস্টাব্দে।