দশম শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | Class 10 Geography Model Activity Task Part 7

দশম শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | Class 10 Geography Model Activity Task Part 7

দশম শ্রেণি ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | Class 10 Geography Model Activity Task Part 7

1. সঠিক উত্তরটি নির্বাচন করো :

1.1 মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হল-ওয়াদি
1.2 যে 6 তারিখ প্রক্রিয়া নদীর ক্ষয় কাজের সঙ্গে যুক্ত নয় সেটি হলো -অপসারণ
1.3 উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায় -শীতকালে
1.4 ভারতের কৃত্রিম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র হল -বেঙ্গালুরু

2. দুটি শব্দ উত্তর দাও

2.1 বায়ু প্রবাহ পথে আড়ালে অবস্থিত বালিয়াড়ি কি নামে পরিচিত ?
Ans- বার্খান

2.2 হিমবাহের উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ এর নাম হলো
Ans- করি বা সার্ক

2.3 ভারতের উপদ্বীপীয় মালভূমি একটি স্তুপ পর্বতের নাম হল
Ans- সাতপুরা পর্বত

2.4 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ ?
Ans-কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা

৩. সংক্ষিপ্ত উত্তর দাও

৩.১ বহুমুখী নদী উপত্যাকা পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করে ?

বহুমুখী নদী উপত্যাকা পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য -
i. নদী পতাকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায়
ii.শুষ্ক অঞ্চলে জল সেচের মাধ্যমে কৃষি কাজ করা সম্ভব হয়

৩.২ ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যেকোনো দুটি উপায় উল্লেখ করো ?

i. কৃষিতে উৎপাদন বাড়ানোর জন্য উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে হবে
ii . কৃষিতে উৎপাদন বাড়ানোর জন্য রাসায়নিক সারের ব্যবহার ক্রমশ বাড়াতে হবে

৪ নিচের প্রশ্নগুলির উত্তর দাও
৪.১ ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম বক্তব্যটির যথার্থতা বিচার করো ?

i. দ্রুত পরিবহন- সড়কপথে যেকোনো হালকা পণ্য খুব অল্পসময়ের মাধ্যমে সহজেই সঠিক গন্তব্যে পৌঁছে যায়

ii- কাঁচামাল সংগ্রহ- শিল্পের প্রয়োজনে গ্রাম থেকে কৃষিজ ও কাঁচামাল নিয়ে আসা খনি থেকে কয়লা এবং খনিজ পদার্থ নিয়ে শিল্প কেন্দ্রের সহজেই পাঠানো যায়

iii.পার্বত্য অঞ্চলে উন্নতির জন্য - উত্তর ভারতের উত্তর-পূর্ব ভারতের দাক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল যেখানে রেল পরিবহন সম্ভব নয় সেখানে সড়কপথে পরিবহনের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসের যোগান দেওয়া যায় ফলে ওইসব অঞ্চলে সড়ক পথ নির্মাণ জরুরী

iv. নির্মাণ ব্যয় কম -রেলপথের তুলনায় সড়কপথের নির্মাণব্যয় কম তাই ভারতের মতো দেশে সড়ক পথের বিকাশ ঘটে অর্থনীতির উপর কম চাপ পড়বে ।

৫. নিচের প্রশ্নটির উত্তর দাও

ভারতের জন বণ্টনের তারতম্যের প্রাকৃতিক কারণ গুলি বর্ণনা করো ?

ভারতের সব জায়গায় জনসংখ্যার বন্টন সমান নয় কোথাও বেশি কোথাও কম ভারতের বিভিন্ন অঞ্চলের জনগণের তারতম্যের অনেকগুলি প্রাকৃতিক কারণ রয়েছে যেমন-

ভূপ্রকৃতি - হিমালয় পার্বত্য অঞ্চলে উত্তর-পূর্ব এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলের ভূপ্রকৃতি বন্ধুরও পাথরে বলে কৃষিকাজের অনুপযুক্ত হয়ে সকল তাই জনবিরল অপরদিকে উত্তর ভারতের সমভূমি এবং উপকূলীয় সমভূমি অঞ্চলের কৃষি পরিবহন ব্যবস্থার শিল্পপতি ক্ষেত্রে উন্নত হওয়ায় এসব অঞ্চলের জনঘনত্ব বেসি ।

জলবায়ু- উত্তর-পূর্ব ভারতের সমভূমি অঞ্চলের জলবায়ু জন্য জনঘনত্ব বেশি অপরদিকে রাজস্থানের মরু অঞ্চলের গুজরাটের কচ্ছ অঞ্চলের শুষ্ক জলবায়ু জন্য জনঘনত্ব কম

নদ-নদী- উত্তর ভারতের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী কাবেরী নদী বদ্বীপ অঞ্চলের জনঘনত্ব বেশি কারণ এসব নদী খুব সহজে জলসা জল নিকাশি এবং জলবিদ্যুৎ উৎপাদন জলপথ পরিবহন পানীয় জল সরবরাহ মৎস্যচাষ প্রভৃতি নানা রকমের সুবিধা পাওয়া যায়।

মাটি- ভারতের যেসব স্থানে মৃত্তিকা ওর বর এবং চাষযোগ্য সেখানে জনবসতির ঘনত্ব অপেক্ষাকৃত বেশি যেমন দাক্ষিণাত্যের লাভা অঞ্চলে উর্বর কৃষ্ণ মৃত্তিকার জন্য গঙ্গা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী নদী উপত্যকা এবং বদ্বীপ অঞ্চলের পলিমাটির জন্য জনঘনত্ব বেশি

অরণ্য- পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে এবং পূর্ব হিমালয়ের পাদদেশে গভীর অরণ্যের জন্য লোক বসতি কম

খনিজ পদার্থ - মৃত্তিকা অনুর্বর হলেও দাক্ষিণাত্য মালভূমি এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন সম্প্রদায়ের সহজলভ্যতার কারণে ঘন জনবসতি দেখা যায়।
Previous Post Next Post