WBBSE CLASS 10 HISTORY MODEL ACTIVITY TASK PART 7

WBBSE CLASS 10 HISTORY MODEL ACTIVITY TASK PART 7

দশম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৭ | উপেন্দ্র কিশোর | ছাপা বইয়ের সাথে শিক্ষাবিস্তার | বাংলা মুদ্রণ শিল্প

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেন স্মরণীয় ?
বিখ্যাত শিশুসাহিত্যিক চিত্রকর উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানার জগতে বিশেষ স্মরণীয় হয়ে আছেন কারণ তারা নির্বাচিত ছেলেদের রামায়ণ গ্রন্থটির মুদ্রণ তার পছন্দ না হওয়ায় তিনি 1885 খ্রিস্টাব্দে একটি ছাপাখানা ও প্রকাশনা সংস্থা খুলেছিলেন যা পরবর্তীকালে ইউ এন আর এন্ড সাইন্স নামে পরিচিত । তিনি ছাপাখানার জন্য বিভিন্ন নতুন নতুন উন্নত পদ্ধতির উদ্ভাবন করেন যেমন পৃন্টিং সিস্তেম ।


কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় ? এবং কেন ?
চার্লস উইলকিনস কে ।
কারণ ভারতে প্রথম সঞ্চালন যোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইলকিন্স তিনি চুঁচুড়ার ছাপাখানা এবং প্রতিষ্ঠাতা করে হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রকাশনা করেন এজন্য উইলকিনস কে বাংলার ছাপাখানার জনক বলা হয় ।



ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো।
ভূমিকা- আঠারো শতকের শেষদিকে এবং উনিশ শতকের শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানার ছাপা বইয়ের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ । সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায়।

ছাপাখানা চালু হওয়ার পর বাংলা ভাষায় প্রচুর বইপত্র সাফা শুরু হলে শিক্ষার্থীরা নিজের মাতৃভাষায় শিক্ষার সুযোগ পাওয়ায় বাংলাদেশে শিক্ষার বিস্তার ঘটে।



শিশু শিক্ষার প্রসার- ছাপাখানার শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল এই প্রসঙ্গে মদনমোহন তর্কালঙ্কার রচিত শিশু শিক্ষা ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এবং রামসুন্দর বসাক রচিত বাল্যশিক্ষা প্রভৃতি গ্রন্থের কালজয়ী ভূমিকার কথা বলা যায় ।

গন শিক্ষার বিস্তার - ছাপাখানার ফলে স্কুল-কলেজ শিক্ষার প্রসারের পাশাপাশি গন শিক্ষার বিস্তার ঘটে ।কৃত্তিবাসী রামায়ণ কাশীদাসী মহাভারত বাংলার ইতিহাস প্রভৃতি ধর্মগ্রন্থ এবং ইতিহাস গ্রন্থের পাশাপাশি বাংলা বিষয়ের উপর রচিত বিচিত্র ধর্মী গ্রন্থ এবং সমাচার দর্পণ সংবাদ প্রভাকর প্রভৃতি ভাষায় প্রকাশিত পত্রিকার মাধ্যমে মানুষের মধ্যেও শিক্ষার প্রসার ঘটে ।

সরকারী ও বেসরকারী শিক্ষা উদ্যোগে গতি - ছাপাখানার ফলে দেশীয় ভাষায় কারণে সরকারি ও বেসরকারি উৎসাহদান বৃদ্ধি পায় এই প্রসঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে বাংলায় স্কুল পাঠ্য পুস্তক রচনা এবং পরিবেশনার কথা বলা যায় ।

উপসংহার- পরিশেষে বলা যায় যে বাংলা ছাপাখানার প্রবর্তনের ফলে বাংলা ছায়াছবি মানচিত্র নকশা 56 এবং গণিত ইতিহাস-ভূগোল প্রভৃতি শিক্ষার পাশাপাশি বিভিন্ন বিষয় পাঠ্য পুস্তক প্রবর্তন সম্ভব এবং শিক্ষা এবং ছাত্র সমাজের কাছে প্রাচ্য-পাশ্চাত্যের জ্ঞান জগতের দরজা উন্মোচিত হয় ।

Previous Post Next Post