আসামে এনআরসি হওয়ার পরে যখন জানানো হয় সারা ভারতে এনআরসি হবে তখন বলা হয়েছিল যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে আপনাকে বা আপনার পূর্বপুরুষের কারোর নাম 1971 সালের ভোটার লিস্টে থাকতে হবে।বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষেরা এই নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং 1971 সালের ভোটার তালিকা খুঁজতে থাকে।আপনারা হয়তো অনেক জায়গায় খুঁজেছেন অনেক ভিডিও দেখেছেন ইউটিউব এ অনেক নিউজে পড়েছেন ওখান থেকে খোঁজার চেষ্টা করেছেন কোথায় 1971 সালের ভোটার তালিকা পাবেন। আজকে আমি আপনাদের বলব কোথায় আপনি 1971 সালের ভোটার তালিকা পাবেন।
প্রথমত আপনাদের বলে রাখি 1971 সালের ভোটার তালিকা আপনি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন না এটাকে নিতে হলে আপনাদের কলকাতার একটি অফিসে যেতে হবে।
অফিসের ঠিকানাName -The Directorate of State Archives
Functional Building
43, Shakespeare Sarani
Kolkata-700017.
Office- 033-22810661
Director-033-22902266
ওখান থেকে 1971 সালের ভোটার তালিকা নেয়ার জন্য আপনাদের হয়তো কিছু পয়সা খরচ হতে পারে। যেমন ধরুন আপনার ভোটার তালিকা টি খুজে দেওয়ার জন্য তারা 20 থেকে 25 টাকা নেবেন।তারপরে আপনি যদি সে ভোটার তালিকা কোন কপি নিতে চান তাহলে হয়তো বাড়তি আরও আপনাকে 5 টাকা দিতে হতে পারে।
পোস্টটি যদি আপনাদের কোন সাহায্য করবে তাহলে আপনাদের পরিবারে বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। ধন্যবাদ।
আরো পড়ুন -