আপনারা বেশ কয়েক মাস আগে অনলাইনে আপনাদের ভোটার কার্ডের নাম সংশোধনের জন্য আবেদন করেছিলেন, তো 2020 সালের নতুন ভোটার লিস্ট বেরিয়ে গেছে।আপনি যদি ভোটার লিস্ট চেক করেন তো অনেক টাইম লেগে যাবে খোজা করছি তো তাই আপনাদের খুবই সহজ পদ্ধতিতে ভোটার লিস্ট আপনার নাম ঠিক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন মোবাইল থেকেই সেটা দেখাবো আজ।
আপনাদের চেক করার জন্য ওই উপরে CLICK BUTTON এ ক্লিক করতে হবে। ক্লিক করার আগে আপনাদের কি কি করতে হবে সেটা আপনার আগে ভালোভাবে জেনে নিন।
Step 1
নতুন পেজ খুলতে আপনারা একদম উপরের দিকে তিনটি অপশন পাবেন সেখানে লেখা থাকবে 1.State Wise (রাজ্য অনুযায়ী)…2.District Wise(জেলা অনুযায়ী) 3.Ac Wise(বিধানসভা অনুযায়ী)। এর মধ্যে আপনাকে যে কোন একটা সিলেক্ট করে নিতে হবে।
Step 2
উপরের তিনটের মধ্যে যে কোন একটা সিলেক্ট করে নেয়ার পরে আপনারা নিচের দুটো অপশন পাবেন একটি হলো Name অপরটি হলো এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার আইডি নম্বর টি।যদি আপনি নাম সিলেক্ট করেন তাহলে সেখানে আপনার প্রথম ঘরটিতে আপনার প্রথম নাম দিতে হবে এবং দ্বিতীয় ঘরটিতে আপনার নামের পদবী দিতে হবে তারপরে নিচে যে Captcha দেখতে পাবেন সেটা পূরণ করে একদম নিচে দেখতে পাচ্ছেন Search সেখানে ক্লিক করতে হবে। তাহলে আপনার সামনে বাংলা ও ইংরেজি দুটো তে আপনার নাম বাবা অথবা স্বামীর নাম আপনার ঠিকানা সবকিছু দেখতে পাবেন।
পোস্টটি থেকে আপনি যদি কোন উপকার পেয়ে থাকেন আশা করি আপনারা পোস্টটিকে আপনাদের বন্ধুদের সাথে বা পরিবারের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, ধন্যবাদ।
আরো পড়ুন: