বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ চলছে !

Bandhan bank requirement 2020,bandhan bank,bank requirement
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
চাকরির জন্য যখন চারিদিকে হাহাকার চলছে ঠিক সেই সময় ই বেকার দের মনে আসার আলো হয়ে উঠেছে বন্ধন ব্যাংক।এই ব্যাংক প্রধানত লোন লেন দেনের কাজ করে থাকে।বন্ধন ব্যাংক এর নাম আপনারা সকলেই শুনেছেন। বন্ধন ব্যাংক কিছু দিনের মধ্যে অনেক কর্মী নিয়োগ করতে চলেছে।আপনারা দেখে থাকবেন কয়েকজন লোক প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে লোন স্যাংশন করে থাকে এবং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে লোন এর টাকা গুলো কালেক্ট করে।এইসব কাজের জন্য এবং ব্যাংকের ভিতরে কাজের জন্য বন্ধন ব্যাংক অনেক কর্মচারী নিয়োগ করছে।আপনাদের মধ্যে যারা উচ্চমাধ্যমিক পাশ করেছেন এবং কম্পিউটার সম্বন্ধে বেসিক জ্ঞান আছে তারা এইসব পদের জন্য আবেদন করতে পারেন।



যোগ্যতা-

১.আপনাকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
২.আপনার কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
৩.কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতন-
৯,৩০০/- থেকে ৩৪,৮০০/- এবং গ্রেড পে ৪,২০০/-


পদ-


  • শাখা ব্যাংকিং
  • কোষাধ্যক্ষ 
  • ডিজিটাল ব্যাংকিং
  • অডিট

বয়সসীমা-

আবেদনের জন্য বয়স লাগবে ২০বছর থেকে ৪০বছর বয়স।
আবেদন করতে কি কি লাগবে -
১.একটা ভ্যালিড ফোন নম্বর ও ইমেল আইডি।
২.আপনার বানানো রিজিউম (যেখানে আপনার বাইও ডেটা,আপনার যোগ্যতা,জন্মতারিখ সব উল্লেখ করা থাকবে।)

নিচের লিংকে দেওয়া ভিডিওটি দেখে জেনেনিন কিভাবে আবেদন করত হবে।

 বি: দ্র- আরো বিষদে নিয়ম ও শর্তাবলী জানতে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করুন।
Previous Post Next Post