অবৈধ ভাবে প্রবেশকারী বাংলাদেশীদের ফিরিয়ে নেওয়া হবে ?

Bangladesh reaction on NRC,gouhar rijvi
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
সারা ভারতেই সাড়া ফেলেছে এই Citizenship Amendment Act অর্থাৎ নগরিত্ব সংশোধনী আইন।এই বিলটি রাজ্যসভা ও লোকসভায় পাস হওয়ার পরপরই শুরু হয়েছে আন্দোলন। দেশের প্রায় সব রাজ্যেই এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। কোন কোন রাজ্যে কারফিউ জারি করেছে আবার কোথাও বা বন্ধ করে দিয়েছে ইন্টারনেট পরিষেবা। দেশের প্রত্যেক টা ইউনিভার্সিটিতে এই বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে চুপ থাকেনি বলিউড পাড়াও সবাই এর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে,অনেকেই অনেক মতামত দিয়েছেন। তবুও দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই বিলের কোনো পরিবর্তনের কথা প্রকাশ করেননি।তিনি বলেছেন যতই আন্দোলন হক দেশে NRC হবেই।



মুক্তি যুদ্ধের মিত্রশক্তি ভারত প্রত্যেক বছর ই বাংলাদেশের মুক্তি দিবস উৎযাপন করে।সেই কারণেই ভারতের কলকাতায় এসেছিলেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী।ভারতে অবৈধ বাংলাদেশির অবস্থান সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ ক আব্দুল মেমন অবৈধ ভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশীদের তালিকে চেয়েছেন।



কিছু রিপোর্টার গওহর রিজভী কে NRC সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান এটা ভারতের একদম নিজস্ব বিষয় তবে যদি কোনো বাংলাদেশী অবৈধ ভাবে ভারতে থাকে তাহলে অবশ্যই তাদের ফিরিয়ে নেওয়া হবে যদি প্রমাণ দেখানো যায়।
Previous Post Next Post