NRC বিরোধী আন্দোলনে ২০ জন নিহত!
![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
দেশের সব জায়গায়তেই সংশোধিত নাগরিত্ব আইন নিয়ে বিক্ষোভ দেখা দিচ্ছে। কোথাও বা শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছে, কোথাও আবার আন্দোলন হচ্ছে রক্ত দিয়ে।একজন ছাত্র থেকে শুরু করে দেশের বড় বড় উকিল বড় বড় অভিনেতা অভিনেত্রী খেলোয়ার রাজনীতিবিদ ও ইতিহাসবিদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। এ আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই আবার কিছু লোক নিহত ও হয়েছেন।আজকে আমরা আপনাদের সামনে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন যারা তাদের নাম তুলে ধরব, আজকে জানাবো কতজন আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন।
আন্দোলনে নিহত ব্যাক্তিদের নাম-
১. শামস্ স্টাফোর্ড (১৬)
স্থান- গৌহাটি, আসাম (সংবাদ সূত্র- Express)
২.দীপাঞ্জন দাস(১৭)
স্থান - গৌহাটি, আসাম (সংবাদ সূত্র- Express)
৩.আজিজুর হক(৪৫)
স্থান - সনিৎপুর, আসাম(সংবাদ সূত্র - Times Of India)
৪. ঈশ্বর নায়ক (২৫)
স্থান -গোহাটি আসাম (সংবাদসূত্র -Times Of India)
৫. আব্দুল আমিন(২৩)
স্থান - লোখরা,আসাম (সংবাদ সূত্র -Times Of India)
৬. মোহাম্মদ ওয়াকিল (২৫)
স্থান - লখনৌ, উত্তর প্রদেশ (সংবাদ সূত্র -NDTV)
৭. নওশীন (২৩)
স্থান - ম্যাঙ্গালোর,কর্ণাটক (সংবাদ সূত্র Hindustan Time)
৮. জলিল কুদ্রলি (৪৯)
স্থান-ম্যাঙ্গালোর,কর্ণাটক (সংবাদসূত্র Hindustan Time)
৯.আরিফ (২৫)
স্থান - মিরুঠ,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - The Hindu)
১০. জাহির (৪০)
স্থান - মিরুঠ,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - The Hindu)
১১. মহসিন(২৫)
স্থান - মিরুঠ,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - The Hindu)
১২. আনাস (২২)
স্থান - বিজনোর,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - The Hindu)
১৩. সুলাইমান (২৬)
স্থান - বিজনোর,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - The Hindu)
১৪. নূর ই আলম (২৫)
স্থান - মুজাফফর নগর,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - The Hindu)
১৫. মোহাম্মদ বিলাল(২৭)
স্থান - সম্ভাল,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - Scroll)
১৬. সেহরোজ(২২)
স্থান - সম্ভাল,উত্তর প্রদেশ (সংবাদ সূত্র - Scroll)
এছাড়াও আরো চার জন নিহত হয়েছেন উত্তর প্রদেশে। যাদের নাম এখন ও জানা যাইনি।অনেকেই প্রশ্ন ছুড়েছেন যত জন নিহত হয়েছেন সব গুলোই কেনো বিজেপি শাসনাধীন রাজ্যে ? পুলিশের গুলিতে নিহত হয়েছে ১৭ বছরের যুবক থেকে ৪০ বছরের বয়স্ক মানুষ ও ।পুলিশ প্রকাশ্যে গুলি চালিয়েছে এবং তা ধরাও পড়েছে সাংবাদিকদের ক্যামেরায় কিন্তু তাও তাঁরা বলছেন যে তারা কোনো গুলি চালায়নি অথচ হাসপাতালের মতে গুলিতে নিহত হয়েছেন অনেকে।আবার অনেকেই বলছেন প্রধানমন্ত্রী বলেছিলেন সবার আন্দোলন করার অধিকার আছে,তবে কেনো আন্দোলন রুখে দেওয়া হচ্ছে ?কেনো শান্তি পূর্ণ মিছিলে আক্রমণ চালানো হচ্ছে ?আন্দোলনকারীরা নিহত দের শহীদ বলে আক্ষা দিয়েছেন ।
আরো পড়ুন: জানুন কোন কোন ইউনিভার্সিটি NRC এর বিরোধিতা করছে
আরো পড়ুন: জানুন কোন কোন ইউনিভার্সিটি NRC এর বিরোধিতা করছে