![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামীয়া ইউনিভার্সিটিতে দিল্লি পুলিশ ইউনিভার্সিটি কর্তিপক্ষের অনুমতি ছাড়াই ইউনিভার্সিটি ক্যাম্পসে ঢুকে ছাত্র ছাত্রী দের উপর যে বর্বরতা করেছে সেই বর্বরতার প্রতিবাদ জানিয়ে আরো অনেক ইউনিভার্সিটি আন্দোলন শুরু করেছে চলুন দেখনি সেই ইউনিভার্সিটি গুলোর নাম ।
১. দিল্লি
- মাওলানা আজাদ মেডিক্যাল কলেজ
- জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি
- দিল্লি ইউনিভার্সিটি
- আম্বেদকর ইউনিভার্সিটি
২.চণ্ডীগড়
- চণ্ডীগড় ইউনিভার্সিটি
৩. আলীগড়
- আলীগড় মুসলিম ইউনিভার্সিটি
৪. লখনউ
- দারুল উলূম নাদ্বাতুল উলামা
৫. গৌহাটি
- এ এ এস ইউ সত্যাগ্রহ
৬.পাটনা
- পাটনা ইউনিভার্সিটি
৭. বারানসি
- বারানাস হিন্দু ইউনিভার্সিটি
৮.কলকাতা
- যাদবপুর ইউনিভার্সিটি
- আলিয়া ইউনিভার্সিটি
৯.মুম্বাই
- টি আই এস এস
- আই আই টি বোম্বে মুম্বাই ইউনিভার্সিটি
১০. হায়দ্রবাদ
- মাওলানা আজাদ নেশনাল উর্দু ইউনিভার্সিটি
১১. বেঙ্গালুরু
- জৈন ইউনিভার্সিটি
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স
১২.চেন্নাই
- আই আই টি মাদ্রাস
১৩. পুদুচেরি
- পন্ডিচেরি ইউনিভার্সিটি
১৪. মালাপৌরম
- ক্যালিকাট ইউনিভার্সিটি
উপরোক্ত ইউনিভার্সিটি গুলি ও CAB,NRC এর বিরুদ্ধে প্রতিবাদ করে জামিয়া ইউনিভার্সিটি এর পাশে দাঁড়িয়েছে।