যোগী সরকারের বিরুদ্ধে ধর্নায় ২০০ বিজেপি বিধায়ক
![]() |
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স |
উত্তরপ্রদেশের যোগী আদিত্য নাথের সরকারে মধ্যেই দেখা গিয়েছে মনোলিন্য নিয়েই এক বিশাল অন্তর্দ্বন্দ্ব।সেখান কার বিজেপি বিধায়ক দের অভিযোগ রাজ্যে তাদের সরকার চলা সত্বেও তারা নিজেদের মতামত প্রকাশ করার কোনো অধিকার পাচ্ছেন না।
বিভিন্ন গণমাধ্যম থেকে বিধানসভার এই অন্তর্দ্বন্দ্বের কারণ হিসেবে জানা গেছে ।গণমাধ্যমের মতে এই অন্তর্দ্বন্দ্বের কারণ হলো এক গুর্জার বিধায়ক কে নিয়ে।কিছু দিন আগে এই কিশোর গুর্জার বিধায়াকের বিরুদ্ধে খাদ্য সংক্রান্ত মালাম দায়ের করেন এক ফুড ইন্সপেক্টর।এক হোটেলের লাইসেন্স এর গড় মিলের কারণে এমন টা হয়েছে বলে জানা গিয়েছে।
এর পরে একে একে ধর্নায় বসে আরো ২০০ বিধায়ক,তাদের মধ্যে বেশির ভাগ ই গুর্জার সম্প্রদায়ের।শাসক দলের বিধায়ক দের সাথে সাথে ধর্নায় বসেছে বিরোধীপক্ষের বিধায়করাও।