![]() |
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স |
পশ্চিম বঙ্গেরর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এন আর সি এর বিরুদ্ধে আন্দোলন করেই আসছেন শুরু থেকেই।গত শুক্রবার ২০/১২/২০১৯ তারিখে নাগরিত্ব সংশোধন আইনের বিরুদ্ধে ঐক্য বদ্ধ হওয়া একটি জন সবাই তিনি সকল দেশবাসীকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকেই এই আইনের বিরুদ্ধে আন্দোলনের আবেদন জানান। কলকাতার একটি জনসভায় তিনি এসব বলেছেন।এই আইনের বিরুদ্ধে টানা পঞ্চম দিন তিনি রাস্তায় নেমেছিলেন এবং যোগ দিয়েছিলেন এই আন্দোলনে।এবং তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন "এন আর সি" এবং "সি এ এ" এর বিরুদ্ধে আমাদের সরব হতে হবে।সংবিধান রক্ষার জন্যে আমাদের এই সংবিধান বিরোধী আন্দোলনকে রুখতে হবে।এছাড়াও বলেন আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করি তাহলে আমরা অবশ্যই সফল হবো।তিনি বলেন এই আইন অনেক গুরুত্বঅপূর্ণ আইন এটা পাসের আগে অনেক আলোচনার দরকার ছিল কিন্তূ মহারস্ট্রে সরকারের গঠনের মত এই আইন ও মাঝ রাতে কেনো পেশ করেছিলেন ?
এই আইন অনেক ক্ষতি করবে আর যদি এই আইন সত্যি ই ভালো হয় তাহলে প্রধানমন্ত্রী কেনো এই আইনের পক্ষে ভোট দেননি সংসদে উপস্থিত থাকা সত্বেও ? তিনি আরো বলেছেন ওরা সংখ্যা গড়িষ্ঠতার অপব্যাবহার করেছে।
এছাড়াও তিনি বলেছেন বিজেপি সরকার মূল্য বৃদ্ধি,
৪৫ বছরের বেকারত্বের রেকর্ড,জিডিপি হ্রাস, মুদ্রাস্ফীতি, অর্থনীতির চরম পতন,নারী সুরক্ষা দিতে ব্যার্থ এই সকল সংবাদ চাপা দেওয়ার জন্যে এই বিল পাস করা হয়েছে যাতে মানুষ মূল স্রোত থেকে ঘুরে এই সব নিয়ে ব্যাস্ত হয়ে পড়ে।
আরো পড়ুন : NRC বিরোধী আন্দোলনে নিহত ২০ !