![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
নাগরিত্ব সংশোধন আইন নিয়ে চারিদিকে বিক্ষোভের সৃষ্টি হচ্ছে,হচ্ছে লাঠি চার্জ,নিহত হয়েছে অনেকেই।নাগরিত্ব সংশোধনের আইন নিয়ে প্রশ্ন উঠেছে অনেক।এর মধ্যেই দেখা যাচ্ছে নাগরিত্ব সংশোধন আইন নিয়ে ভিন্ন মত প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।অমিত শাহ বলেছিলেন ২০২৪ সালের নির্বাচনের আগেই পুরো দেশে চালু হলে যাবে এই নাগরিত্ব সংশোধনের আইনবেই কথা তিনি সংসদে বলেন।
অমিত শাহ সারা দেশ ব্যাপী নাগরিত্ব সংশোধনের আইন চালু হবে বললেও গতকাল রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গেলো অন্য কথা।সেই মতের সাথে অমিত শাহের মতের অনেক টাই তফাৎ আছে বলে মনে করেছেন অনেকেই।অনেকের মনেই প্রশ্ন এসেছে দুজনের দুই মত কেন ?তাহলে সত্যি টা কি চাপা থাকছে ?চলুন জেনেনি মোদী অমিত শাহ ও রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ এর মতামত।
২২ এ ডিসেম্বর,দিল্লির রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন- আমি ভারতের ১৩০ কোটি দেশবাসীকে বলতে চাই যে ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত এন আর সি নিয়ে কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে এনআরসি করতে হয়েছিল
৩ এ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খন্ডে বলেছেন- ২০২৪ সালে যখন তারা ভোট ব্যাংকের জন্য আসবে সেই সময় আমি পুরো দেশে এনআরসি চালু করে দেব এবং অবৈধ প্রবেশকারীদের চিহ্নিত করে তাদের দেশ থেকে বিতাড়িত করবো!
২০ ই জুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান আমার সরকার অনুপ্রবেশ দ্বারা প্রভাবিত অঞ্চলগুলিতে অগ্রাধিকার ভিত্তিতে এনআরসি চালু করবে।
এতে স্পষ্ট ভাবে তাদের মধ্যে ভিন্নমত প্রকাশ পেয়েছে। এই মতামত নিয়ে জনগণ ও রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। অনেকেই বলছেন দেশের শান্ত পরিবেশ বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী একথা বলেছেন।
আরো পড়ুন -