![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
গত কাল মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল "প্রিন্স অফ কলকাতা",বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এর কন্যা সানা গঙ্গোপাধ্যায় তাঁর নিজের ইনস্টাগ্রাম স্টোরি তে লিখ ছিলেন "এই নতুন ভারতে কেউ ই নিরাপদ নয়"। মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই পোস্ট।নেটিজিনেরা বাহবা দিতে থাকে,সবাই হতবাক হয়ে যায় ১৮ বছরের এই মেয়ের সাহস দেখে। অবশ্য কিছু সময় পরে সেই পোস্টটি ডিলিট ও করে দেন।
সানা গঙ্গোপাধ্যায় নিজের থেকে কিছু লেখেননি তবে খুশবন্ত সিং এর লেখা "The End Of India" বই এর উদ্ধৃতি থেকে নিয়ে লিখেছিলেন।নেটিজনেদের মতে এই উদ্বৃতি মাধ্যমে বোঝাতে চেয়েছেন মোদীর এই নতুন ভারতে কেউ ই নিরাপদ নয়।এতে শুধু সংখ্যালঘু মানুষরাই ক্ষতিগ্রস্ত হবে না এতে সংখ্যাগরিষ্ঠ মানুষও ক্ষতিগ্রস্থ হবে।
উদ্ধৃতিটিতে বলা হয়েছে, “প্রত্যেক ফ্যাসিস্ট শক্তিই প্রথমে কোনও একটি জাতি বা সংগঠনের প্রতি ভীতির সৃষ্টি করে। এটা একট জাতি বা সংগঠন দিয়ে শুরু হলেও, এখানেই থেমে থাকে না। আজ যাঁরা ভাবছেন, আমরা তো এদেশের হিন্দু আমাদের আবার কী বিপদ? যা সব সমস্যা তাতো মুসলিমদের। তাঁদেরও বিপদ আসবে। মোটেও ভাববেন না আপনি বেঁচে গিয়েছেন। সঙ্ঘপরিবার ইতিমধ্যেই বাম মনস্ক ইতিহাসবিদদের টার্গেট করা শুরু করেছে। এর পর হয়তো যে সব মেয়েরা স্কার্ট পরে তাঁদের উপর ওদের ঘৃণা আছড়ে পড়বে। যাঁরা মাংস খায়, যাঁরা মদ্যপান করে, তাঁদের সবাইকে টার্গেট করা হবে।”
এই পোস্ট নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে বলেছেন -" দয়া করে সানা কে এই সবের মধ্যে থেকে দূরে রাখুন...এই পোস্টটি সত্যি না...এই সব রাজনীতি বোঝার জন্যে সে অনেক ছোটো।"
তবে দাদার এই মন্তব্য অনেকেই পছন্দ করেননি।অনেকেই বলছেন আপনার মেয়ের সাহস দেখে আপনার প্রশংসা করা উচিত।আবার অনেকেই বলছেন মেয়ের ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে সেই জন্যেই এমন বলছেন।