আজামগড়ে আন্দোলনকারীদের উপর পুলিশের নৃশংস হামলা


আজামগড়ে আন্দোলনকারীদের উপর পুলিশের নৃশংস হামলা

সন্ত্রাস হামলা থেকে পুলিশের বর্বরতা সবসময় যেন আন্দোলনকারীদের উপর অত্যাচার চলতে ই থাকছে কিছুদিন আগে জামিয়ার শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসের হামলা তার দুই দিন পরে আবারো সহীনবাঘের আন্দোলনকারীদের উপরে সন্ত্রাসের হামলা আর সেটা হয়েছে ভারতের রাজধানী খোদ দিল্লিতে।
Nrc,caa,npr, protest against nrc,azamgarh protest
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স
আর যোগী রাজ্য যেন নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে। কিছুদিন আগে কোন প্রমাণ ছাড়াই ৫০ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছিল। আবারো এমনই নৃশংস কাজ করলেন যোগী পুলিশ। বুধবার ভোর ৪টে তে উত্তরপ্রদেশের আজামগড় এর বালিয়াগঞ্জের এন আর সি বিরোধী শান্তিপূর্ণ আন্দোলন কারীদের উপরে রাতের অন্ধকারে হামলা চালায় যোগী পুলিশ। ছায়া হয়ে টিয়ারগ্যাস এছাড়াও নৃশংসভাবে লাঠিচার্জ করা হয় এমনকি ছাড়েনি মেয়েদের।তারপরে ওখানকার আন্দোলনকারীদের মধ্যে অনেক মেয়ে এবং ছেলেদের গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

এখন জনগণের প্রশ্ন হচ্ছে দেশ কি সম্পূর্ণ ফ্যাসিবাদীদের হাতে চলে গেছে কেননা প্রজাতান্ত্রিক ও গণতান্ত্রিক  দেশ ভারত আর এখানে মানুষের বাক স্বাধীনতা রয়েছে। এবং মানুষের শান্তিপূর্ণ আন্দোলন করার স্বাধীনতা রয়েছে তবে কেন এই স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে সরকার। কেনো এমন নৃশংস অত্যাচার চালাচ্ছে সরকার।

Previous Post Next Post