গ্রামীণ সম্পদ কর্মীদের চিঠি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে

গ্রামীণ সম্পদ কর্মীদের চিঠি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে


ভি আর পি যে সকল কর্মী রয়েছে পশ্চিমবঙ্গে তারা সকলে মিলে তাদের সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের নির্দেশ অনুযায়ী মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন জানিয়ে চিঠি  পাঠানো কার্যকর করলো।
Vrp latest news,vrp news,vrp,vrp news today
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স
পশ্চিমবঙ্গে ৩৩,০০০ ভি আর পি কর্মী রয়েছে এবং তারা সকলেই গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়েছিল। কিন্তূ পরীক্ষার মাধ্যমে তাদের নিযুক্ত করার সত্বেও তাদের যোগ্য মর্যাদা বা যোগ্য বেতন কিছুই দেওয়া হয়নি।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে গ্রামীণ সম্পদ কর্মীদের আশ্বাস দিয়েছিল যে তাদের স্থায়ী এবং বেতন ভুক্ত কর্মীতে পরিণতি দেবেন কিন্তূ এখন ও পর্যন্ত ভি আর পি কর্মীরা কোনো আসার আলো দেখতে পাননি তাই সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন গত ২৫ শে জানুয়ারি হুগলি জেলায় একটি সমাবেশ করে এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ফেব্রুয়ারি মাসের ৫ ও ৬ তারিখে পশ্চিমবঙ্গের সকল ভি আর পি কর্মীরা একসাথে নিজেদের নিকটবর্তী পোস্ট অফিস থেকে ভি আর পি কর্মীদের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন।

সেই সিদ্ধান্ত অনুসারেই সকল ভি আর কর্মীরা তাদের এই "দিদি শুনছেন আমি ভি আর পি বলছি"এই কর্মসূচি সম্পূর্ণ করেছেন।
Previous Post Next Post