চাকরির দাবি নিয়ে আন্দোলনরত যুবশ্রীদের গ্রেফতার করলো লাল বাজার পুলিশ


চাকরির দাবি নিয়ে আন্দোলনরত যুবশ্রীদের গ্রেফতার করলো লাল বাজার পুলিশ

Yubashree, employment bank,
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স


পশ্চিমবঙ্গের যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে শুক্রবার অর্থ ০৭.০২.২০২০ তারিখে ভাতা নয় চাকরি চাই এই দাবি নিয়ে যুবশ্রী প্রার্থীরা আন্দোলনে নামে। বিধানসভা অধিবেশনের প্রথম দিনে বিধানসভার উত্তর ফটকে যুবশ্রী প্রার্থীরা বিক্ষোভ দেখাই।এই বিক্ষোভ হাজার হাজার বেকার যুবক যুবতি অর্থাৎ যুবশ্রী প্রার্থীরা সামিল হয়।


যুবস্রীদের দাবি ছিল -


  • Annexure III বাতিল করা
  • যাদের ভাতা বন্ধ হয়েগেছে সেইগুলো চালু করা।
  • ভাতার পরিবর্তে চাকরি দিতে হবে।


এই আন্দোলন চলকালীন হঠাৎ ই লাল বাজার পুলিশ ওই বিক্ষোভ স্থানে উপস্থিত হয় এবং আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করে।এতে বেশ কয়েক জন আহত হয়।এছাড়াও লাল বাজার পুলিশ এই যুবশ্রী সংগঠনের উপদেষ্টা সুচেতা কুন্ডু,রাজ্য যুগ্মসম্পাদক নিতায় বসাক, চন্দ্রকান্ত কুইল্যা,সহ সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, অফিস সম্পাদক প্রণয় সাহা সহ আরো চৌত্রিশ জনকে গ্রেফতার করে লাল বাজার পুলিশ।

Previous Post Next Post