সুরক্ষা ছাড়ায় করোনা মোকাবেলা করছে তেত্রিশ হাজার ভি আর পি কর্মী

সুরক্ষা ছাড়ায় করোনা মোকাবেলা করছে তেত্রিশ হাজার ভি আর পি কর্মী

Vrp,vrp news today,vrp news, Corona, west Bengal fights against corona

"ভি আর পি" এই নামটি হয়ত অনেকেই জানেন না। "ভি আর পি" এর পুরো অর্থ হলো ভিলেজ রিসোর্স পার্সন অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মী।আমরা সাধারণ জনগণ হয়তো জানি ই না যে রাজ্য সরকারের এই কর্মীরা নিজদের জীবনের বাজি রেখে আমাদের সুরক্ষা দিয়ে থাকে সে ডেঙ্গু থেকে শুরু করে করোনা।

এরা হলো রাজ্যের সেই সব শিক্ষিত বেকার যারা দিন প্রতি দেড়শো টাকার জন্যে কাজ করে চলেছে।সেই সামান্য বেতন টুকু ও সময় মতো পায়না। করোনা এর মত এমন মহামারীর সময় যখন সবাই ঘরের ভিতরে তখন এই গ্রামীণ সম্পদ কর্মীরা কোনো প্রকার সুরক্ষা ছাড়ায় এই লড়াইয়ে নেমে পড়েছে। প্রায় তেত্রিশ হাজার ভি আর পি কর্মীরা কাজ করছেন যাদের সরকারে পক্ষ থেকে কোনো প্রকার সুরক্ষার সরঞ্জাম দেওয়া হয়নি।এমন কি এদের কোনো স্বাস্থ্য বীমা ও  দেওয়া হয়নি।
সামান্য মাস্ক টুকু ও এদের নিজেদের কিনে ব্যাবহার করতে হচ্ছে। এই কর্মীদের মতে এই কাজে যা বেতন পাই তাতে এমনি ই সংসারের যা অবস্থা তার থেকে এই করোনা এর মোকাবেলা করে সমাজের জন্যে জীবন দিতে ভয় হয়না।

আমাদের এই অনলাইন নিউজপোর্টাল HB News বাংলা এর পক্ষ থেকে সরকার এবং সাধারণ জনগণ এর কাছে অনুরোধ এমন মহামারীর সময় এই ভি আর পি কর্মীদের পাশে দাড়ান।
Previous Post Next Post