করিমপুর অঞ্চলে করোনা মোকাবেলায় সক্রিয় আশা ও ভি আর পি কর্মীরা
করিমপুর: করিমপুর অঞ্চলে করোনাভাইরাস মোকাবেলায় সক্রিয় ভূমিকা পালন করছে আশা এবং ভি আর পি অর্থাৎ গ্রামীন সম্পদ কর্মীরা। এই আশা এবং ভি আর পি কর্মীরা করিমপুর 1 ও 2 নম্বর ব্লকের প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাস নিয়ে জনগণকে সচেতন করছে।কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম ছাড়ায় এই কাজ করছে এবং নির্দিষ্ট কোনো পোশাক ও বীমা ও দেওয়া হয়নি।
আশা ও ভি আর পি কর্মীরা এমন ভয়াবহ মহামারীর পরিস্থিতে নিজদের জীবনের ঝুকি নিয়ে করিমপুর 1 ও 2 নম্বর ব্লকের প্রত্যেক গ্রামে গিয়ে মানুষকে সচেতন করছে।যেসব মানুষ রেশন কার্ড পায়নি তারা যেনো এমন পরিস্থিতিতে ঠিক ভাবে রেশন পাই সেই জন্যে মানুষের কাছে রেশন কার্ড পৌঁছে দিচ্ছে।করোনা সচেতনতামূলক লিফলেট বিলি করছে এছাড়াও মানুষদের সামাজিক দূরত্ব সম্পর্কে বোঝাচ্ছে এবং যেসব পরিবারে ভিন রাজ্য থেকে লোক এসেছে তারা ঠিক ভাবে কোয়ারান্টাইন এ থাকছে কি ও তাদের কারোর জোর সর্দি কাশি বা করোনা উপসর্গ দেখা যাচ্ছে কি না সেই দিকে নজর রাখছে।
এক ভি আর পি কর্মী সুপ্রতিম দত্ত জানিয়েছেন -
এই কাজের জন্য আমরা অন্য কোনো রকম সুরক্ষা বা সুবিধা পাচ্ছিনা তবুও আমরা সমাজের স্বার্থে মানুষের জন্য নিজেদের জীবন এর ঝুকি নিয়ে আমরা এমন কাজ করছি।