কৃষাণ ক্রেডিট কার্ড | কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য কি কি লাগবে | কৃষাণ ক্রেডিট কার্ড ফর্ম ডাউনলোড করুন

কৃষকদের কৃষিকাজের সুবিধার জন্যে এই প্রকল্প।সরকার এই প্রকল্পের মাধ্যমে অল্প পরিমাণ সুদে ঋণ দিয়ে থাকে । চলুন এই কৃষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জেনেনি।
কৃষাণ ক্রেডিট কার্ড | কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য কি কি লাগবে | কৃষাণ ক্রেডিট কার্ড ফর্ম ডাউনলোড করুন
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স


কে সি সি বা কৃষাণ ক্রেডিট কার্ড হলো একটি প্রকল্প যা 1998 সালে তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ধু সিনহার সময় শুরু হয়।এই কার্ড ব্যবহার করে চাষীরা চাষের জন্য কম সুদে লোন পেয়ে থাকেন।আপনি যখন অন্য কোন সংস্থা থেকে লোন নেন তখন আপনাকে চড়া সুদ বহন করতে হয় কিন্তু আপনি যদি এই কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেন তাহলে খুব স্বল্প পরিমাণ সুদেই আপনি পেয়ে যাবেন।এই কৃষাণ ক্রেডিট কার্ডের সর্ব নিম্ন সুদ হলো 4% এবং সময়মতো অর্থাৎ যে ফসল চাষের জন্য আপনি লোন নিচ্ছেন সেই ফসল উঠে গেলেই আপনাকে লোন শোধ করতে হবে অর্থাৎ আপনার ওই ফসলের টাকা দিয়েই আপনি খুব সহজেই লোন শোধ করতে পারবেন।


কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?

  • জমির কম্পিউটার রেকর্ড (অরিজিনাল এবং জেরক্স)
  • ভোটার কার্ড (অরজিনাল এবং জেরক্স)
  • আঁধার কার্ড (অরজিনাল এবং জেরক্স)
  • ব্যাংকের পাশ বই (অরজিনাল এবং জেরক্স)
  • পাসপোর্ট সাইজের ফটো। (2 কপি)


বি: দ্র - যে কৃষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবে তাঁর বয়স অবশ্য ই 70 বছরের মধ্যে হতে হবে।

ব্লকের কৃষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ডাউনলোড করুন !


Previous Post Next Post