পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি |পার্ট ২ | প্রশ্ন উত্তর পর্ব

 আগের পর্বে আমরা ভূমিরূপ অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছিলাম,আজকের প্রতিবেদনে আমরা ভূমিরূপ অধ্যায়ের কিছু গুরুত্ব পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূম, ভঙ্গিল পর্বত

প্রশ্ন:-  ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ কী  ?

উত্তর:-  ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ ভুখন্ডের পার্শ্ববর্তী চলন ।

প্রশ্ন:-  ভারতের হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  হিমালয় পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত।

প্রশ্ন:-  ইউরোপের আল্পস ও জুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ইউরোপের আল্পস ও জুরা পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  আফ্রিকার আটলাস পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  আফ্রিকার আটলাস পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  উত্তর আমেরিকার রকি পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  উত্তর আমেরিকার রকি পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  স্তুপ পর্বতের মাথা কেমন আকৃতির দেখতে হয় ?

উত্তর:-  স্তুপ পর্বতের মাথা চ্যাপ্টা আকৃতির দেখতে হয় ।

প্রশ্ন:-  ভারতের সাতপুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ভারতের সাতপুরা পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ভারতের নীলগিরি পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ভারতের নীলগিরি পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ভারতের আন্নামালাই পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ভারতের আন্নামালাই পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ভারতের বিন্ধ্য পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ভারতের বিন্ধ্য পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ফ্রান্সের ভোজ পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ফ্রান্সের ভোজ পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত।

প্রশ্ন:-  জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain)  শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ভারতের আরাবল্লী পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ভারতের আরাবল্লী পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ভারতের পূর্বঘাট পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ভারতের পূর্বঘাট পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  বিহারের রাজমহল পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  বিহারের রাজমহল পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  স্পেনের সিয়েরা নেভাদা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  স্পেনের সিয়েরা নেভাদা পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  ইটালির ভিসুভিয়াস পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  ইটালির ভিসুভিয়াসপর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  জাপানের ফুজিয়ামা পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  জাপানের ফুজিয়ামা পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:-  দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত কোন শ্রেণির পর্বত ?

উত্তর:-  দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
Previous Post Next Post