পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি |পার্ট ৩ | প্রশ্ন উত্তর পর্ব

প্রিয় পাঠক ভূমিরূপ অধ্যায়ের আবার ও কিছু নতুন প্রশ্নউত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি,আজকে আমরা আবার ও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করবো যেগুলো ক্লাসের পরীক্ষা বা চাকরির পরীক্ষাতে আপনাদের সাহায্য করবে।
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি |পার্ট ৩ | প্রশ্ন উত্তর পর্ব
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

প্রশ্ন:-  দামোদর উপত্যকা কোন শ্রেণির উপত্যকার উদাহরণ ?

উত্তর:-   দামোদর উপত্যকা হল ভারতের একটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) উদাহরণ ।

প্রশ্ন:-  ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী ?

উত্তর:-  ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল ব্যারেন দ্বীপ ।

প্রশ্ন:-  ভঙ্গিল পর্বত কোন শিলা থেকে সৃষ্টি হয় ?

উত্তর:-  ভঙ্গিল পর্বত পাললিক শিলা (Sedimentary Rocks) থেকে সৃষ্টি হয় ।

প্রশ্ন:-  ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত কিসের দ্বারা ?

উত্তর:-  ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত নদী উপত্যকা দ্বারা।

প্রশ্ন:-  পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমির নাম কী ?

উত্তর:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমি নাম হল তিব্বত মালভূমি ।

প্রশ্ন:-  ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ? 

উত্তর:-  ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-কর্ণাটকের মালনাদ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  কর্ণাটকের মালনাদ মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  মধ্যভারতের বিন্ধ্য মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  মধ্যভারতের বিন্ধ্য মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  তিব্বত মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?

উত্তর:-  পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  সমভূমি [Plains] কয় প্রকার ও কী কী ?

উত্তর:-  সমভূমিকে [Plains] নানা প্রকারে ভাগ করা যায় ; যথা —(ক) পলিগঠিত সমভূমি [Alluvial Plain]  (খ) প্লাবন সমভূমি [Flood Plain]  (গ) ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] (ঘ) উপকূল সমভূমি [Coastal Plain]  (ঙ) সমপ্রায় সমভূমি । এছাড়া আরও অনেক রকমের সমভূমি আছে, যেমন —তরঙ্গায়িত সমভূমি, হ্রদ-সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি প্রভৃতি । 

প্রশ্ন:-  উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি কোন শ্রেণির সমভূমি ?  

উত্তর:-  উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

Previous Post Next Post