সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য | ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য

সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য | ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য

আরো শিক্ষামূলক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে।কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা  হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য | ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য
চিত্র:তৃতীয় পক্ষের রেফারেন্স

সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য -

  • সক্রিয় পরিবহন একটি উর্ধ্বমুখী প্রক্রিয়া যা ঘনত্বের নতিমাত্রার  বিপরীতে ঘটে থাকে।
  • এই পরিবহনে পদার্থের কোষ পর্দা অতিক্রম করার জন্য এই প্রোটিন পাম্প ATP প্রদান করে
  • সক্রিয় পরিবহন এ বাহক প্রোটিনকে পাম্প বলে।
  • এই প্রক্রিয়ায় লবণের আয়ন গুলি কম ঘনত্ব যুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের অভিমুখে প্রবাহিত হয়।

ব্যাপন ও অভিস্রবণ এর মধ্যে পার্থক্য :


ব্যাপন অভিস্রবণ
ব্যাপন এ অর্ধভেদ্য পর্দা প্রয়োজন নেই অভিস্রবণের অর্ধভেদ্য পর্দা প্রয়োজন আছে
ব্যাপন এ ব্যাপানকারি পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে অভিস্রবণে দ্রবকের অনুগুলী কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দ্রবণ এর দিকে ছড়িয়ে পড়ে
ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে অভিস্রবণ কেবল সম প্রকৃতির দ্রবণের মধ্যে ঘটতে পারে
Previous Post Next Post