তাপমাত্রা কিভাবে বাষ্পমোচন কে প্রভাবিত করে ? বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে কেন ?

তাপমাত্রা কিভাবে বাষ্পমোচন কে প্রভাবিত করে ? বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে কেন ?

আমাদের সাথে জুড়ে থাকতে এবং কলা বিভাগের ও জীবন বিজ্ঞান,ভৌতিবিজ্ঞান বিষয়ের উপর শিক্ষামূলক পোস্ট পেতে আমাদের সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।
তাপমাত্রা কিভাবে বাষ্পমোচন কে প্রভাবিত করে ? বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে কেন ?
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

তাপমাত্রা কিভাবে বাষ্পমোচন কে প্রভাবিত করে ? 

পরিবেশের তাপমাত্রা বস্পমচনে একটি বিশেষ ভূমিকা পালন করে। পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে জলের বাষ্পীভবনের হার বৃদ্ধি পায় এবং বায়ুমণ্ডলের আদ্রতা হ্রাস পায়, ফলে প্রশ্বেদনের হার বৃদ্ধি পায়।১০-২৫°C উষ্ণতা সাধারণভাবে পত্ররন্ধ্রের বন্ধ ও উন্মোচন  প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।

বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলে কেন?

স্থলজ উদ্ভিদের বাষ্পমোচন একটি সাধারণ জীব-প্রক্রিয়া ।এই প্রক্রিয়ায় উদ্ভিদের অতিরিক্ত জল নির্গত হয়ে উদ্ভিদ দেহকে সতেজ রাখে কিন্তু বায়ুতে জলীয়বাষ্প কম থাকলে বা পরিবেশের উষ্ণতা বেশি হলে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয়ে গিয়ে উদ্ভিদের পাতা নেতিয়ে পড়ে, এমনকি উদ্ভিদের মৃত্যুও হতে পারে। তাই বাষ্পমোচন একটি ক্ষতিকারক প্রক্রিয়া ।অপরপক্ষে বাষ্পমোচন উদ্ভিদের বৃদ্ধি,জল বিশোষণ ও খাদ্য পরিবহন ইত্যাদি পরোক্ষভাবে সাহায্য করে এই কারণে বিজ্ঞানী কার্টিস উদ্ভিদের বাষ্পমোচন কে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বা পরম ক্ষতিকার পদ্ধতি বলে উল্লেখ করেছেন।
Previous Post Next Post