সালোক সংশ্লেষ জলের ভূমিকা |পরিবেশে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের তাৎ


সালোক সংশ্লেষ জলের ভূমিকা |পরিবেশে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের 

আমাদের সাথে জুড়ে থাকতে এবং কলা বিভাগের ও জীবন বিজ্ঞান,ভৌতিবিজ্ঞান বিষয়ের উপর শিক্ষামূলক পোস্ট পেতে আমাদের সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।
সালোক সংশ্লেষ জলের ভূমিকা |পরিবেশে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের তাৎপর্য
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

সালোক সংশ্লেষ জলের ভূমিকা : স্থলজ উদ্ভিদ গুলো মাটির কৌশিক জল মূলরম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় সরবরাহ করে ।জলজ উদ্ভিদ জলাশয় থেকে দেহর নিমজ্জিত তল দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় জল শোষণ করে পরাশ্রয়ী উদ্ভিদ বায়বীয় মূল দিয়ে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প শোষণ করে।


সলোক সংশ্লেষ জলের ভূমিকা -

১.জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচামাল।
২. জল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে।
৩. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় কার্বন-ডাই-অক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়েই উৎপন্ন হয়।
৪. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল।



পরিবেশে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইডের ভারসাম্য রক্ষায় সালোকসংশ্লেষের তাৎপর্য

বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ২০.৬০% এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ০.০৩%। জীবকুল দিনরাত্রি শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ।ফলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় ।কিন্তু উদ্ভিদকুল সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বায়ুর অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে।

Previous Post Next Post