History Model Activity Part 1 Class 8 |দেওয়ানী অধিকার ,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ?


আমাদের সাথে জুড়ে থাকতে এবং আপনাদের প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।নিচে টেলিগ্রাম গ্রুপের লিংক এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে।
History Model Activity Part 1 Class 8 |দেওয়ানী অধিকার ,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ?

দেওয়ানী অধিকার,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল ?

বক্সারের যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় স্বাক্ষর করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট কে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক 26 লাখ টাকা প্রদানের অঙ্গীকার করে দ্বিতীয় শাহ আলম ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানী অধিকার প্রদান করেন। বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বৈধতা প্রতিষ্ঠিত হয় এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উন্নত হয় এছাড়াও দ্বৈত শাসনের সূচনা হয় ।কোম্পানির দেওয়ানি লাভের ফলে 1765 খ্রিস্টাব্দে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল। এই ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব।আর কোম্পানির হতে ছিল দেওয়ানী বা রাজস্ব আদায় সংক্রান্ত অধিকার।বাস্তবে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব,অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা।বাংলায় কোম্পানির আর্থিক শ্বসন চরম আকার ধারণ করেছিল রাজস্ব আদায় হয়েছিল । 1764-1765 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল 1 কোটি 13 লক্ষ টাকা এবং 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি আদায় করেছিল দুই লক্ষ টাকা সৃষ্টি হয়েছিল শেষ পর্যন্ত বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন।

এই ভাবেই দেওয়ানী অধিকার,দ্বৈত শাসন ব্যবস্থা ও ছিয়াত্তরের মন্বন্তর একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল।
২.নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘর গুলি পূরণ করো । 



উদ্যোগ প্রশাসক অন্যান্য। উদ্যোগ
1773 থেকে 1781 খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানী বিচার ব্যবস্থার কয়েকটি পরিবর্তন ঘটে । ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি এলিজ ইম্পে (i)বিচার ব্যবস্থায় চূড়ান্ত ইউরোপীয় করন করা হয়েছিল। (ii) 1781 খ্রিস্টাব্দে বলা হয়েছিল বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে ।
দেওয়ানি সংক্রান্ত বিচারও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। লর্ড কর্ণওয়ালিশ (i) জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। (ii) নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন স্বীকার করা হয়।
প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন। উইলিয়াম বেন্টিঙ্ক (i) ভূমি রাজস্ব নির্ধারণ বিষয়টিকে গুরুত্ব দিয়েছিল। (ii) এলাহাবাদ ও বানারাসী তে ভূমি রাজস্ব গড়ে তোলা হয়েছিল।
৩. নীচের শব্দ ছকটি পূরণ করো।
উপর নীচে
১. বেনারস সংস্কৃত কলেজের প্রতিষ্ঠাতা।
২.যার প্রস্তাব অনুযায়ী তিনটি প্রেসিডেন্সিতে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল।
৩. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু কলেজ তৈরির সাথে যুক্ত ছিলেন।
পাশাপাশি
৪.কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
৫. ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুরে প্রতিষ্ঠিত একটি সংস্থা।
৬.হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন, অন্যতম শিক্ষানুরাগী।
উত্তর - উত্তর ছকটি ডাউনলোড করার জন্য নীচের ডাউনলোড লেখা বোতামে ক্লিক করুন।
Previous Post Next Post