আরো শিক্ষামূলক পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে।কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।
![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
কোন মৌলের মাইক্রো বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তির দুটি কারণ উল্লেখ করো ।
উদ্ভিদ এর স্বাভাবিক বৃদ্ধি যাতে ব্যাহত না হয় তার জন্য ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট অত্যাবশ্যক।কারণ যদি উদ্ভিদ এর সঠিক বৃদ্ধি হলেই তবেই পরিবেশের ভারসাম্য তথা পরিবেশগত স্থিতিশীলতা রক্ষা হবে,যা টেকসই উন্নয়নের জন্য খুবই জরুরী।আমরা প্রত্যেকেই জানি সবুজ উদ্ভিদ সূর্যালোক এর উপস্থিতিতে সালোকসংশ্লেণের মাধ্যমে শর্করা জাতীয় খাবার উৎপন্ন করে ,এখন প্রসঙ্গ হচ্ছে সালোক সংশ্লেষ এর জন্য যে অত্যাবশকীয় কাঁচামাল লাগে তার মধ্যে জল এবং কার্বন ডাই অক্সাইড অন্যতম,এই জল এর মাধ্যমে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট উদ্ভিদ এর জাইলেম এর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যাই।আর যে কার্বন ডাই অক্সাইড থাকে সেটি কার্বন সিকোস্টেশন এ অংশগ্রহণ করে।উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের যে কোন তিনটি সাধারণ কাজ ব্যাখ্যা করো
- কোষ বিভাজনে, নাইট্রোজেন বিপাকে ও কোষপ্রাচীর গঠনে ক্যালসিয়াম অংশগ্রহণ করে।
- ক্লোরোফিল গঠন ও কয়েক প্রকার উৎসেচক তৈরিতে ম্যাগনেসিয়াম সাহায্য করে।
- শর্করা ও প্রোটিন সংশ্লেষ করে, উৎসেচকের কো-ফ্যাক্টর হিসেবে কাজ করে।
- প্রোটিন সংশ্লেষণ, পাতার বৃদ্ধি, ক্যালসিয়াম ও পটাশিয়ামের বিপাক ক্রিয়া প্রভৃতিতে অংশগ্রহণ করে।