History Model Activity Task 3 Class 7। বীরবলের প্রকৃত নাম | দিন ই ইলাহী | সড়ক ই আজম

History Model Activity Task 3 Class 7। বীরবলের প্রকৃত নাম | দিন ই ইলাহী | সড়ক ই আজম

আমাদের সাথে জুড়ে থাকতে এবং আপনাদের প্রশ্ন। পাঠাতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।
History Model Activity Task 3 Class 7। বীরবলের প্রকৃত নাম | দিন ই ইলাহী | সড়ক ই আজম

1.'সড়ক ই আজম' নির্মাণ করেন - (হুমায়ুন /শেরশাহ/ আকবর )।

উত্তর - শেরশাহ।

2. বীরবলের প্রকৃত নাম ছিল- (বিধান দাস/ চরণ দাস/ মহেশ দাস )।

উত্তর - মহেশ দাস।

3. দহসালা বন্দোবস্ত প্রবর্তন করেন -(আকবর/ শাহজাহান /ওরঙ্গজেব)।

উত্তর - আকবর।

খ. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো:
প্রশ্ন:

'ক স্তম্ভ' 'খ স্তম্ভ'
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ
হুমায়ূন পরবর্তী আফগান শাসন বাবর
শেরশাহ পরবর্তী মুঘল শাসক আকবর
দীন-ই-ইলাহী হুমায়ূন
উত্তর:

ক স্তম্ভ খ স্তম্ভ
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর
হুমায়ূন পরবর্তী আফগান শাসন শেরশাহ
শেরশাহ পরবর্তী মুঘল শাসক হুমায়ূন
দীন-ই-ইলাহী আকবর

গ. দু এক কথায় উত্তর দাও।

1.পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

 পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদীর মধ্যে 1526 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে বাবর জয়ী হয়েছিল।

2. পাট্টা ও কবুলিয়ত কি ?

পাট্টা ও কবুলিয়ত হলো দুই ধরনের দলিল ।এটি শেরশাহ প্রবর্তন করেছিলেন যে দলের মাধ্যমে চাষীরা নির্দিষ্ট জমিতে চাষের অধিকার স্বীকার করে নিত তাকে বলা হতো পাট্টা আর যে দলিলের মাধ্যমে সরকারকে ভূমিরাজস্ব অধিকার দিত তাকে বলা হত কবুলিয়ত।

3. দাগ ও হুলিয়া কি ?

সরকার যে ঘোড়া কিনতো সেই কেনা ঘোড়ার উপর সরকারের প্রতীক চিহ্ন আঁকা থাকতো তাকে বলা হতো দাগ ।আর যাতে প্রত্যেক সৈন্যের বিবরণ, তার কাছে কত ঘোড়া থাকবে এবং তার পরিচয় এর বিবরণ লেখা থাকতো তাকে বলা হতো হলিয়া ।

4.আবুল ফজল কে ছিলেন ?

আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি।
Previous Post Next Post