![]() |
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স |
১.সত্য মিথ্যা বিচার করো -"আইসবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়"।
এটি সত্যি, কারণ ভর এবং ভর সংখ্যা দুটি আলাদা জিনিস।ভর হল প্রোটন এবং নিউট্রন এর সমষ্টি। a.m.u. এককে প্রকাশিত পরমাণুর ভর এবং ভর সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য থাকে।২.ওজনের বাক্সে বাটখারা গুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি?
5:2:2:1 অনুপাতে বাটখারা থাকার ফলে 1 থেকে 200 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যেকোনো ওজন মাপা যায় খুব সহজেই। সেই কারণেই ওজন বাক্সে বাটখারা গুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখা হয়।যেমন : 70.45mg