বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেনো | রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি সিদ্ধান্তে উপনীত হন|Physics Model Activity Task Part 2 Class 9


আরো পোষ্ট পেতে এবং আপনাদের প্রশ্ন আমাদের পাঠাতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এছাড়াও নীচে দেওয়া নম্বরে মেসেজ করুন।
বায়ু শূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেনো | রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি সিদ্ধান্তে উপনীত হন|Physics Model Activity Task Part 2 Class 9
চিত্র: তৃতীয় পক্ষের রেফারেন্স

১.সত্য মিথ্যা বিচার করো -"আইসবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়"।

এটি সত্যি, কারণ ভর এবং ভর সংখ্যা দুটি আলাদা জিনিস।ভর হল প্রোটন এবং নিউট্রন এর সমষ্টি। a.m.u. এককে প্রকাশিত পরমাণুর ভর এবং ভর সংখ্যার মধ্যে সামান্য পার্থক্য থাকে।


২.ওজনের বাক্সে বাটখারা গুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি?

5:2:2:1 অনুপাতে বাটখারা থাকার ফলে 1 থেকে 200 গ্রাম এবং 10 মিলিগ্রাম থেকে 990 মিলিগ্রাম পর্যন্ত যেকোনো ওজন মাপা যায় খুব সহজেই। সেই কারণেই ওজন বাক্সে বাটখারা গুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখা হয়।
যেমন : 70.45mg



৩. বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেন ?

এরোপ্লেন আকাশে উড়ে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে অর্থাৎ প্লেনের মধ্যে থাকা ফ্যান ঘোরার সময় বায়ুর ওপর বল প্রয়োগ করে এবং বায়ুর প্রতিক্রিয়া দরুণ প্লেন উড়তে থাকে না ভেসে থাকে।কারণ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই একই সূত্র অনুসারে মাছ জলে সাঁতার কাটে মানুষ হেঁটে বেড়ায় এবং হেলিকপ্টার আকাশে উড়তে থাকে।


৪. রাদারফোর্ডের পরীক্ষা থেকে কীভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানে ফাঁকা ?

রাদারফোর্ড 0.0004 মিমি বেধ সম্পূন্ন একটি পাতলা সোনার পাতের উপর তীব্র বেগে আলফা কণা নিক্ষেপ করেন এবং সোনার পাতের পিছনে ZnS প্রলিপ্ত একটি পর্দা রাখেন যেখানে আলফা কণা আঘাত করলে আলোর ঝলকানি দেখতে পাওয়া যায় ।তিনি দেখেন বেশিরভাগ আলফা কণা পরমাণু ভেদ করে পর্দাতে গিয়ে আঘাত করে এবং কিছুসংখ্যক আলফা কণা সামান্য কোন বেঁকে যায় আর খুব কমসংখ্যক আলফা কণা যেখানে থেকে এসেছিল সেই পথে ফিরে যায়। বেশিরভাগ কণা পরমাণু ভেদ করে যাওয়া যায় তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা।
Previous Post Next Post