আমাদের থেকে আরও আপডেট পেতে এবং আপনাদের প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ করেন লিংক নিচে দেওয়া আছে।
১.সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসার কমে গিয়েছিলো এই উক্তিটির স্বপক্ষে দুটি বা তিনটি বাক্য লেখ ।
প্রথমত, রাজারা ব্রাহ্মণ ধর্মকে প্রাধান্য দিতেন। দ্বিতীয়ত,লক্ষ্মণসেন ছিলেন বৈষ্ণব,তবে তার পূর্বপুরুষরা ছিলেন শৈব।
তৃতীয়ত,বৌদ্ধ ধর্ম আগের মতো সুযোগ সুবিধা পেত না।
২. প্রাচীন বাংলায় যে অঞ্চল ও নদীগুলির নাম তুমি দ্বিতীয় অধ্যায় পড়েছ তার একটি তালিকা তৈরি কর
অঞ্চল | নদী |
---|---|
পুন্ডবর্ধন, বঙ্গ, বঙ্গাল, সমর্ত, সুম । | ভাগীরথী, পদ্মা, মেঘনা, অজয়, দামোদর, কংসাবতী। |
৩.ভারতের সামন্ততন্ত্র কে একটি ছবি একে বর্ণনা করো। সামন্ত্রতন্ত্র কে ব্যাখ্যা করতে ত্রিভুজ বা পিরামিড আকৃতির জরুরী?
ত্রিভুজটি নিচের দিকে চওড়া হয়েছে তার মানে নিচে অনেক জনগণ তাদের উপরে বেশ কিছু সামন্ত বা মাঝারি শাসক ।শাসকদের উপরে অল্পকিছু মহাসামন্ত আর সবার উপরে রাজা। রাজ্য শাসনের অধিকার এই ভাবেই স্তরে স্তরে ভাগ হয়ে যাওয়ার ব্যবস্থা কে সামন্ত ব্যবস্থা বলে।
ভারতের আদি মধ্যযুগের সময়কালে গড়ে ওঠা সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থা তৎকালীন সমাজ ব্যবস্থায় গভীরভাবে রেখাপাত করেছিল ।আমরা যদি সামন্ততন্ত্রের একটি ছবি আঁকি তাহলে তা অনেকটা ত্রিভুজের আকার নেয় ।কেননা এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিম্ন শ্রেণীর ওপর শোষণকারি ব্যক্তির সংখ্যা উপরের দিকে ক্রমপর্যায় কমতে কমতে প্রধান একজন শাসক না রাজার উপর দাড়াত।ফলে তা স্বাভাবিক ভাবেই অনেকটা ত্রিভুজের মত দেখাত। সবার নীচে ছিল কৃষক,শ্রমিক ও সাধারন শ্রেণী ।তাদের উপরে ছিল বেশ কিছু মাঝারি সামন্ত সামন্ত সবার উপরে রাজা ।এইকারণেই সমন্ততন্ত্র বোঝাতে ত্রিভুজ আকৃতির দরকার হয়।
৪.পাল ও সেন যুগের কি কি ফসল চাষ করা হত তার তালিকা তৈরি করো ।সেই ফসল গুলি কোন কোনটি এখনো চাষ করা হয় ?
পাল ও সেন যুগের প্রধান ফসল ছিল ধান এছাড়া পাট ,সরষে, আখ, নীল চাষের সঙ্গে বিভিন্ন শাক সবজি, পান সুপারি প্রচুর পরিমাণে চাষ করা হতো।
সেই ফসল গুলির মধ্যে ধান, সর্ষে, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কাঁকরোল ইত্যাদি এখনো চাষ করা। হয়।