আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
1. পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলো গ্রাম হবে তা নির্ণয় কর।
আমরা জানি,
ঘনত্ব = ভর/আয়তন।
এখানে, ঘনত্ব 13.6 গ্রাম/ ঘন সেমি।
আয়তন = 5লিটার
= 5000 ঘন সেমি।
অতএব, ভর= ঘনত্ব×আয়তন।
= 13.6×5000
=68000 গ্রাম
=68 কিলো গ্রাম।
2. প্রাণীকোষের একটি পরিছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো।
![]() |
চিত্র : তৃতীয় পক্ষের রেফারেন্স |
3. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন?
রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা হল -
- পরমাণুর মধ্যে বেশির ভাগ জায়গাই ফাঁকা।
- পরমাণুর প্রায় সমস্ত ভর ই তার কেন্দ্রে অতি অল্প জায়গাই জড়ো হয়ে আছে। এই ভারী অংশের নাম নিউক্লিয়াস বা কেন্দ্রক।
- পরমাণুর নিউক্লিয়াস এর মধ্যেই তার সমস্ত ধনাত্মক আধান (চার্জ) সীমাবদ্ধ থাকে।
- নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলি নানান বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে।
4. উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো।
রঞ্জকের উপস্থিতি অনুসারে প্লস্টিড কে তিন ভাগে ভাগ করা হয়। যথা-
1. ক্লোরোপ্লাস্ট,
2. ক্রমোপ্লাস্ট,
3. লিউকোপ্লাস্ট ।
1.ক্লোরোপ্লাস্ট- সূর্যালোক শোষণ করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। বায়ুর কার্বনডাইঅক্সাইড কে আবদ্ধ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।
2.ক্রমোপ্লাস্ট- ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে এবং পরাগ সংযোগে সাহায্য করে।
3.লিউকোপ্লাস্ট- শ্বেতসার, প্রোটিন, লিপিড জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে ।