Science and environment Model Activity Task Part 1 Class 8 |পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলো গ্রাম হবে তা নির্ণয় কর।উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো।

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।

1. পারদের ঘনত্ব 13.6 গ্রাম/ ঘন সেমি হলে 5 লিটার পারদের ভর কত কিলো গ্রাম হবে তা নির্ণয় কর।

আমরা জানি,  
ঘনত্ব = ভর/আয়তন।  
এখানে, ঘনত্ব 13.6 গ্রাম/  ঘন সেমি।  
 আয়তন = 5লিটার
  = 5000 ঘন সেমি।
অতএব, ভর= ঘনত্ব×আয়তন।
 = 13.6×5000 
 =68000 গ্রাম
 =68 কিলো গ্রাম।

2. প্রাণীকোষের একটি পরিছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো।

প্রাণীকোষের একটি পরিছন্ন চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো
চিত্র : তৃতীয় পক্ষের রেফারেন্স

3. বিশেষ পরীক্ষা থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন?

রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন তা হল - 
  • পরমাণুর মধ্যে বেশির ভাগ জায়গাই ফাঁকা।
  • পরমাণুর প্রায় সমস্ত ভর ই তার কেন্দ্রে অতি অল্প জায়গাই জড়ো হয়ে আছে। এই ভারী অংশের নাম নিউক্লিয়াস বা কেন্দ্রক।
  • পরমাণুর নিউক্লিয়াস এর মধ্যেই তার সমস্ত ধনাত্মক আধান (চার্জ) সীমাবদ্ধ থাকে।
  • নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলি নানান বৃত্তাকার কক্ষপথে আবর্তন করছে।

4. উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের প্লাস্টিডের ভূমিকা উল্লেখ করো।

রঞ্জকের উপস্থিতি অনুসারে প্লস্টিড কে তিন ভাগে ভাগ করা হয়। যথা- 
1. ক্লোরোপ্লাস্ট, 
2. ক্রমোপ্লাস্ট, 
3.  লিউকোপ্লাস্ট ।

1.ক্লোরোপ্লাস্ট-  সূর্যালোক শোষণ করে এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। বায়ুর কার্বনডাইঅক্সাইড কে আবদ্ধ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে।

2.ক্রমোপ্লাস্ট- ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে এবং পরাগ সংযোগে সাহায্য করে।

3.লিউকোপ্লাস্ট- শ্বেতসার, প্রোটিন, লিপিড জাতীয় খাদ্যবস্তু সঞ্চয় করে ।
Previous Post Next Post