আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত
হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
1. সংকেত লেখ: ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট।
ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর সংকেত হলো-
সোডিয়াম সালফেট এর সংকেত হলো-
2.বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটোকেমিক্যালস আমাদের কিভাবে সাহায্য করে?
- (i) হাড় মজবুত করে।
- (ii) ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায় ।
- (iii) হৃদপিন্ডের কাজ ঠিকঠাক করতে সাহায্য করে।
- (iv) মানবদেহে বার্ধক্য আনতে দেরি করে।
3. মাটির কলসির জল ঠান্ডা থাকে কি করে তার ব্যাখ্যা দাও।
মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে
সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে। ফলে দরকার
হয় লীন তাপের। এই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভিতরে থাকা জল থেকে
প্রয়োজনীয় লীন তাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে
পড়ে তাই মাটির কলসির জল ঠান্ডা থাকে।
4. রোজ চাউমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবার খেলে কি কি ক্ষতি হতে পারে?
চাওমিন, এগরোল, পেস্ট্রি, বিরিয়ানি ইত্যাদি ফাস্টফুড জাতীয় খাবারে ক্যারামেল,
মেটালিন, ইয়োলো বিভিন্ন রাসায়নিক পদার্থ ও রং মিশে থাকে যা আমাদের শরীরে
ফুসফুস, হৃদপিণ্ড, যকৃতের ক্ষতি করে। এবং মস্তিষ্কের বিকাশ ক্ষমতা কমিয়ে দেয়।
5. "প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া" বলতে কী বোঝায়? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার একটি উদাহরণ দাও।
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল সরাসরি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে
নতুন যৌগ উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে।
উদাহরণ-
6. জীবদেহে জলের যে কোন তিনটি ভূমিকা লেখ।
জীবদেহে জলের তিনটি ভূমিকা হল-
- (i) জল প্রাণী কোষের প্রোটোপ্লাজমের প্রধান উপাদান।
- (ii) জলের সাহায্যে প্রাণীদেহে খাদ্যের পরিপাক হয়।
- (iii) রেচন দ্রব্য বর্জনেও জলের বিশেষ ভূমিকা আছে।