Science and Environment model activity task part 2 class 8 |প্রাইমরডিয়াল ইউট্রিকল কি? গলগী বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো।

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
Science and Environment model activity task part 2 class 8 |

1. মাটির 6 ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি কয়েন একই সঙ্গে ফেলে দিলে কোনটি আগে পড়বে? কেন এমন হয় ব্যাখ্যা কর।

মাটির 6ফুট উপর থেকে একটি খাতার পাতা ও একটি  কয়েন একই সঙ্গে ফেলে দিলে কয়েনটি আগে মাটিতে পড়বে।কারণ, খাতার পাতার তুলনায় কয়েন টি সহজে বায়ুর বাধা অতিক্রম করতে পারে। এবং খাতার পাতা হালকা হওয়াই বায়ুর বাধা অনেক বেশি পরিমাণে কার্যকর হয়। তাই সেটি দেরিতে মাটিতে পড়ে।

2. প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো চুল আঁচরানোর পর তা নিস্তড়িত কাগজের টুকরো কে আকর্ষণ করে কেন তার ব্যাখ্যা দাও।

শীতকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম থাকায় চুলে শুষ্কভাব বেশি থাকে, প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুষ্ক চুল আঁচরালে চিরুনিতে স্থির তড়িৎ উৎপন্ন হয় ফলে চিরুনি টি তড়িৎ গ্রস্ত হয়ে পড়ে। এখন এই তড়িৎ গ্রস্ত চিরুনির সামনে কাগজের টুকরো ধরলে তড়িৎ আবেশের ফলে চিরুনিতে যে আধান সৃষ্টি হয় কাগজের টুকরোতে তার বিপরীত আধান তৈরি হবে ফলে প্লাস্টিকের চিরুনি নিস্তড়িত কাগজের টুকরোকে আকর্ষণ করে।

3. গ্যাসীয় অবস্থায় অনুদের গতীয় অবস্থা সম্বন্ধে তুমি কি কি বলতে পারো?

  • গ্যাসের অনুগুলি প্রায় স্বাধীন ও বিশৃংখল ভাবে সর্বদা ইতস্তত ভাবে বিভিন্ন গতি বেগে ছুটে বেড়ায়, ফলে গ্যাসের অনুগুলি পরস্পরের সঙ্গে ও পাত্রের দেওয়ালের সঙ্গে অনবরত স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়।
  • অনুগুলির অবিশ্রান্ত গতির জন্য গ্যাসের নির্দিষ্ট কোন আয়তন বা আকৃতি নেই।

4. প্রাইমরডিয়াল ইউট্রিকল কি?

পরিণত উদ্ভিদ কোষে একটি বড় আকৃতির কোষগহ্বর থাকে, ফলে সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস কোষ পর্দার দিকে সরে গিয়ে একটি পাতলা স্তরে বিন্যস্ত থাকে। সাইটোপ্লাজমের এই পাতলা স্তর কে প্রাইমরডিয়াল ইউট্রিকল বলে।

5. মানুষের লোহিত রক্ত কণিকার আকার কি রকম? এবং এই আকারের জন্য তার কি সুবিধা হয়?

মানুষের লোহিতরক্ত কনিকার আকার গোল চাকতির মত, পাশ থেকে দেখতে দ্বি-অবতল।
সুবিধা: 
  •  বিভিন্ন গ্যাসের রক্তনালীর মধ্য দিয়ে সহজে যাতায়াত করতে পারে।
  • অধিক পরিমাণে অক্সিজেন পরিবহন করতে পারে।

6. গলগী বস্তুর গঠন ও কাজ উল্লেখ করো।

গলগি বস্তু তিন প্রকার উপাদান দ্বারা গঠিত। যথা-

ক। সিস্টার্নি: একক পর্দাবৃত, সমান্তরালে সজ্জিত চ্যাপ্টা থলি।

খ। ভ্যাকুয়ল: সিস্টার্ণীর কাছাকাছি অবতল দিকে বা দূরবর্তী প্রান্তে অবস্থিত গোলাকার থলি।

গ।ভেসিকল: সিস্টার্নির প্রান্তদেশে অবস্থিত ছোট ছোট পর্দাবৃত থলি,যারা ক্ষরণের কাজে যুক্ত থাকে।
গলগী বস্তু হলো বহুরূপী অঙ্গাণু, এরা কাজের প্রয়োজন অনুযায়ী নিজের আকার পরিবর্তন করতে পারে।

কাজ: 
a. গলগি বস্তু কোষের ক্ষরণে প্রধান ভূমিকা গ্রহণ করে।
b. কোষে বিভিন্ন প্রকার খাদ্যবস্তুর সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে।
c. গলগি বস্তু পরিণত শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করে।
d. গলগি বস্তু প্রাথমিক লাইসোজোম গঠনে ও উদ্ভিদ কোষের কোষ প্রাচীর গঠনে অংশ নেয়।
Previous Post Next Post