Science and environment model activity task part 3 class 7 | উধাহরন সহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো।তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় ?

আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
Science and environment model activity task part 3 class 7 | উধাহরন সহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো।তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় ?
চিত্র : তৃতীয় পক্ষের রেফারেন্স

1. উধাহরন সহ নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য লেখো।


নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন
মসৃণ তোলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে নিয়মিত প্রতিফলন বলে। অমসৃণ তলে আলোর যে প্রতিফলন ঘটে তাকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে।
যেমন - আয়নার প্রতিফলন,চকচকে স্টিলের মসৃণ বাটিতে প্রতিফলন। যেমন - গাছপালা,মাটি,ঘরের দেওয়াল, সিনেমার পর্দা ইত্যাদির ওপর আলোর প্রতিফলন।
সমতল দর্পণের নিয়মিত প্রতিফলন এর সময় সমান্তরাল রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর সমান্তরাল ভাবে নির্গত হয়। অমসৃণ দর্পণে বিক্ষিপ্ত প্রতিফলন এ আপতিত রশ্নিগুচ্ছ সমান্তরাল হলেও প্রতিফলনের পর সমান্তরাল থাকে না। বিক্ষিপ্ত ভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে।

2. একটি পিনহোল ক্যামেরার দৈর্ঘ্য ও অন্যান্য বিষয় একই রেখে নিচের পরিবর্তনগুলো করা হলো। প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব এর কী পরিবর্তন দেখা যাবে : (ক)উৎসকে দূরে সরানো হলো। (খ)ছিদ্রকে বড়ো করা হলো।

ক)উৎসকে অর্থাৎ শিখাকে ছিদ্র থেকে যত দূরে সরাবে প্রতিকৃতি তত ছোট হবে।

(খ) ছিদ্র বড় হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি রূপে কাজ করবে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র এক একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে।

3.তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় ?

নিম্নলিখিত উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় :

  • তড়িৎ প্রবাহ বাড়িয়ে
  • সলিনয়েডের প্যাঁচের সংখ্যা বাড়িয়ে
  • ইংরেজি U অক্ষরের মতো বাঁকিয়ে চৌম্বক মেরু দুটিকে আরো কাছাকাছি এনে।


4. কচুরিপানার খর্ব ধারক ও স্ফীত কন্দ এর কাজ কি ?

  • কচুরিপানার খর্ব ধারক অঙ্গজ জননের মাধ্যমে বংশ বিস্তারে সাহায্য করে।
  • আলুর স্ফীত কন্দ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে।

5.পাতার বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো।

একটি আদর্শ পাতার চারটি অংশ।যথা : বৃতি, দলমন্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র।

বৃতির কাজ :
  • কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবক গুলিকে উষ্ণতা, রোদ, বৃষ্টি, কীট পতঙ্গের আক্রমণ ও বাইরের আঘাত থেকে রক্ষা করা।
  • সবুজ বৃতি উদ্ভিদের সালোক সংশ্লেষ এ সাহায্য করে।
দলমন্ডলের কাজ
  • ফুলের অপরিহার্য স্তবক পুংকেশর ও গর্ভকেশর চক্রকে ঢেকে রাখা ও রক্ষা করা ।
  • উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধের দ্বারা পরাগ যোগ এর জন্য কীটপতঙ্গ আকৃষ্ট করা
পুংকেশর চক্র এর কাজ
পরাগরেণু সৃষ্টি করে বংশ বিস্তারে সাহায্য করা।
গর্ভকেশর চক্রের কাজ
  • বংশ বিস্তারে সাহায্য করা
  • ফল উৎপন্ন করা।

Previous Post Next Post