আমাদের সাথে জুড়ে থেকে প্রশ্নের উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।লিংক নীচে দেওয়া আছে।
1. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো:
1.1. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন- ( চন্দ্রগুপ্ত মৌর্য /বিন্দুসার /অশোক)
উত্তর:চন্দ্রগুপ্ত মৌর্য।
1.2 অশোকের আমলে সংঘটিত হয়েছিল- (হিদাসপিসের যুদ্ধ /মগধের যুদ্ধ / কলিঙ্গ যুদ্ধ )
উত্তর:কলিঙ্গ যুদ্ধ।
1.3 অর্থশাস্ত্র রচনা করেন- (পুরু / কৌটিল্য /বিন্দুসার)
উত্তর: কৌটিল্য।
2. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখ।
প্রশ্ন :
ক | খ |
---|---|
(i)আলেকজান্ডার | (a) সাম্রাজ্য |
(ii) চন্দ্রগুপ্ত মৌর্য | (b) ম্যাসিডন |
(iii) সম্রাট | (c) মগধ |
উত্তর:
ক | খ |
---|---|
(i)আলেকজান্ডার | (b) ম্যাসিডন |
(ii) চন্দ্রগুপ্ত মৌর্য | (c) মগধ |
(iii) সম্রাট | (a) সাম্রাজ্য |
3. নিচের বাক্যটি কোন ঠিক কোনটা ভুল লেখ:
3.1 মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। -
ঠিক
3.2 অশোক জৈন ধর্মে দীক্ষা নেন। -ভুল
3.3 প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।-
ভুল
4. এক কথায় উত্তর দাও।
4.1 সাম্রাজ্য কি?
সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা।
4.2 মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক।
4.3 মৌর্য আমলে জেলা প্রশাসন কে কি বলা হত?
উত্তর: মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হত বিষয় বা আহর।